তৃণমূলকে হারাতে মরিয়া! জোট বাঁধল সিপিএম-কংগ্রেস-বিজেপি

তৃণমূলকে হারাতে মরিয়া! জোট বাঁধল সিপিএম-কংগ্রেস-বিজেপি

পঞ্চায়েত নির্বাচনের এক মাসও বাকি নেই। এই অবস্থায় তৃণমূলকে হারাতে শত্রুর শত্রুর সঙ্গে হাত মেলাচ্ছে বিজেপি। ভোট কাটতে বাম, কংগ্রেসের জোট প্রার্থীকে সমর্থন গেরুয়া শিবিরের! পঞ্চায়েতে নয়া কৌশল বঙ্গ বিজেপির। ধূপগুড়িতে তৃণমূলকে হারাতে কংগ্রেস প্রার্থীকে সমর্থন বাম, বিজেপির। ধূপগুড়ির তৃণমূল কংগ্রেসের গ্রামীণ সভাপতির বুথে তৃণমূলকে হারাতে অলিখিত এই জোট ভাবনা। সোমবার ধূপগুড়ির বিডিও অফিসে কংগ্রেসের প্রতীকে মনোনয়নপত্র জমা দেন জোট প্রার্থী নিরবালা রায়। ধুপগুড়ির বারঘড়িয়া গ্রাম পঞ্চায়েতের খয়েরবাড়ির ১৫/১৬৫ নম্বর বুথের প্রার্থী তিনি। আপাতত তাকে ভোটে জেতাতেই একজোট হয়েছে বিরোধীরা। 

কিন্তু কেন এমন ভাবনা? জানা যাচ্ছে, ধুপগুড়ি গ্রামীণ ব্লক সভাপতি দীপু রায়ের বিরুদ্ধে তৈরি হওয়া ক্ষোভের কারণেই এই সিদ্ধান্ত। বিক্ষুব্ধ এক তৃণমূল কর্মী বলেন, এলাকার তৃণমূল কংগ্রেসের প্রার্থীকে হারাতেই তারা ঐক্যবদ্ধ হয়ে প্রার্থী দিলেন। বাম-কংগ্রেসের সখ্যতা গত কয়েক বছর ধরেই দেখেছে রাজ্যবাসী। বিভিন্ন ইস্যুতে তৃণমূলের পাশাপাশি বিজেপির দিকে অভিযোগের আঙ্গুল তুলেছে তারা। অথচ, পঞ্চায়েত ভোটের আগে ধুপগুড়িতে তৃণমূলকে হারাতে সেই বিজেপির সঙ্গেই সহাবস্থান কংগ্রেস-সিপিএমের। ধুপগুড়ির এই ঘটনা ইতিমধ্যেই আলোড়ন ফেলে দিয়েছে রাজ্য রাজনীতিতেও ।  

একুশের বিধানসভা নির্বাচনে পরাজয়ের পর, নিয়োগ দুর্নীতি থেকে গরুপাচারের অভিযোগে যখন জেরবার শাসকদল তৃণমূল, সেই সময় সমবায় নির্বাচনগুলিতে অলিখিত ভাবে বিরোধী শিবিরের একজোট হওয়ার খবর সামনে উঠে আসে। শোনা যায়, তৃণমূলকে হারাতে ভিতরে ভিতরে পারস্পরিক বোঝাপড়া তৈরি হয়েছিল বিরোধী শিবিরের মধ্যে। বিরোধীদের গোপন আঁতাত নিয়ে একাধিকবার সুর চড়িয়েছেন খোদ তৃণমূল সুপ্রিমো। পঞ্চায়েতের আগে সেই দৃষ্টান্তই তৈরি করল ধূপগুড়ি… 
 
পঞ্চায়েত নির্বাচনে সব আসনে প্রার্থী না পেলে কী কৌশল নেবে বিজেপি? এই প্রশ্ন গত কয়েকদিন ধরেই ঘোরাফেরা করছে রাজ্য রাজনীতির অলিন্দে। এমন সময় সামনে আসে বিজেপির দুটি পরিকল্পনার কথা। সূত্রের খবর, সুকান্ত-দিলীপদের একাধিক আলোচনা থেকে যে পরিকল্পনা বেরিয়ে এসেছিল তার মধ্যে প্রথম ভাবনা ছিল-

‘প্ল্যান-এ’ ঃ

সাংগঠনিক ভাবে দুর্বল এলাকাগুলিতে শাসকদলের বিক্ষুব্ধদের কাছে টেনে বিজেপির টিকিট নিয়ে হাজির হওয়া।  

‘প্ল্যান বি’ ঃ

দ্বিতীয়ত, যেখানে দলীয় প্রার্থী খুঁজে পাওয়া যাবে না, সেখানে বাম-কংগ্রেস প্রার্থীদের গোপন সমর্থন জানানো। হাতে দু-দুটি পৃথক ভাবনা থাকলেও তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশিত না হওয়ার কারণে ‘প্যান-এ’ আপাতত খারিজ। তাই প্ল্যান বি ধরেই এগোচ্ছে পদ্ম শিবির… 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × 1 =