নিয়োগ দুর্নীতি মামলায় ফের মণীশ জৈনকে CBI তলব, লক্ষ্মীবারে হাজিরার নির্দেশ

নিয়োগ দুর্নীতি মামলায় ফের মণীশ জৈনকে CBI তলব, লক্ষ্মীবারে হাজিরার নির্দেশ

 কলকাতা: শিক্ষাক্ষেত্রে নিয়োগ দুর্নীতিকাণ্ডে ফের প্রাক্তন শিক্ষাসচিব মনীশ জৈনকে তলব করল সিবিআই। বৃহস্পতিবার নিজাম প্যালেসে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে তাঁকে। সূত্রের খবর, পার্থ চট্টোপাধ্যায়-সহ নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার একাধিক ধৃতের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে জিজ্ঞাসাবাদ করা হবে তৎকালীন শিক্ষাসচিবকে।

 
নিয়োগ দুর্নীতি মামলায় প্রাক্তন শিক্ষামন্ত্রী-সহ ইতিমধ্যেই গ্রেফতার হয়েছেন একাধিক উচ্চপদস্থ আধিকারিক৷ তাঁদের সকলের ঠিকানা জেল৷ ধৃতদের জিজ্ঞাসাবাদ করে একাধিক গুরুত্বপূ্র্ণ তথ্য জানতে পেরেছেন সিবিআই কর্তারা। সূত্রের খবর, পার্থ চট্টোপাধ্যায়কে জেরা করে পাওয়া তথ্যের ভিত্তিতেই ফের তলব করা হয়েছে মনীশ জৈনকে। নিয়োগ দুর্নীতি মামলায় সরাসরি তাঁর কোনও যোগ ছিল কি না, সে বিষয়ে সিবিআই আধিকারিকরা স্পষ্টভাবে কিছু উল্লেখ করেননি। তবে এই দুর্নীতি চক্রের হদিশ মনীশ জৈনের কাছেও ছিল, তেমনটাই ধারণা সিবিআইয়ের। একাধিক ফাইলেও তাঁর সই মিলেছে। তাঁকে জিজ্ঞাসাবাদ করে এই সংক্রান্ত তথ্য মিলবে বলেই আশাবাদী তদন্তকারীরা। 

নিয়োগ দুর্নীতিকাণ্ডে ধৃত রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বহু বার দাবি করেছেন যে, তিনি শিক্ষা দফতরের মন্ত্রী ছিলেন মাত্র। কিন্তু নিয়োগ সংক্রান্ত বিষয়ে তিনি কোনও সিদ্ধান্ত নিতেন না। সিবিআই সূত্রে খবর, জেরার মুখে প্রাক্তন মন্ত্রী তদন্তকারীদের জানিয়েছেন, তৎকালীন শিক্ষাসচিব তাঁর কাছে নিয়োগ সংক্রান্ত যে ফাইল পাঠাতেন, তাতে তিনি সই করে দিতেন।