জাতীয় মানবাধিকার কমিশনের ভোটে নজরদারির আধিকার আছে কি? প্রশ্ন তুলে হাই কোর্টে কমিশন

জাতীয় মানবাধিকার কমিশনের ভোটে নজরদারির আধিকার আছে কি? প্রশ্ন তুলে হাই কোর্টে কমিশন

 কলকাতা: পঞ্চায়েত ভোটের নির্ঘণ্ট প্রকাশ হতেই রাজ্যজুড়ে অশান্তির আবহ৷ দফায় দফায় চলছে গোলাগুলি, বোমাবাজি, সংঘর্ষ৷ এই আবহে রাজ্যে নিজেদের পর্যবেক্ষক পাঠাবে বলে জানায় জাতীয় মানবাধিকার কমিশন। সেই সিদ্ধান্তের বিরোধিতা করেই এবার কলকাতা হাই কোর্টের দ্বারস্থ নির্বাচন কমিশন। আদালতের কাছে তাদের প্রশ্ন, জাতীয় মানবাধিকার কমিশনের কি আদৌ রাজ্য নির্বাচন কমিশনের উপর নজরদারি চালানোর এক্তিয়ার রয়েছে? জাতীয় মানবাধিকার কমিশন কি এ ব্যাপারে অতিসক্রিয়তা দেখাচ্ছে? হাই কোর্টের কাছে জানতে চেয়েছে নির্বাচন কমিশন৷ 

বুধবার একাধিক প্রশ্ন তুলে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছে রাজ্য নির্বাচন কমিশন। গত বৃহস্পতিবার রাজ্যে পঞ্চায়েত ভোটের বিজ্ঞপ্তি জারি করেন রাজ্য নির্বাচন কমিশনের নয়া কমিশনার রাজীব সিনহা। সেই বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ৮ জুলাই রাজ্যে পঞ্চায়েত ভোট। বিজ্ঞপ্তি প্রকাশের পর দিন অর্থাৎ ৯ জুন থেকে শুরু হয়েছে মনোনয়ন পর্ব। চলবে বৃহস্পতিবার ১৫ জুন পর্যন্ত। ইতিমধ্যেই মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে রণক্ষেত্রের রূপ নিয়েছে বিভিন্ন এলাকা। মনোনয়ন পর্বে এই অশান্তির আবহেই স্বতঃপ্রণোদিত পদক্ষপ করে জাতীয় মানবাধিকার কমিশন। কিন্তু জাতীয় মানবাধিকার কমিশনের এই পদক্ষেপকে অতিসক্রিয়তা বলে মন্তব্য করেছে রাজ্য নির্বাচন কমিশন। তাঁদের যুক্তি, একটি স্বাধীন সংস্থার কাজের উপর অন্য স্বাধীন সংস্থা কখনও নজরদারি চালাতে পারে না। চলতি সপ্তাহেই এই মামলার শুনানির সম্ভাবনা৷