কলকাতা: রাজ্যে নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত কুন্তল ঘোষের বর্তমান ঠিকানা প্রেসিডেন্সি জেল৷ তৃণমূলের এই বহিষ্কৃত যুবনেতার চিঠি কাণ্ড নিয়ে পৃথকভাবে তদন্ত চালাচ্ছে সিবিআই৷ তাঁর দাবি ছিল, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম বলার জন্য তাঁর উপর চাপ দিচ্ছে কেন্দ্রীয় এজেন্সি৷ সেই মামলাতেই এবার প্রেসিডেন্সি জেলের সিসিটিভি ফুটেজ দেখতে চাইলেন কলকাতা হাই কোর্টের বিচারপতি অমৃতা সিনহা।
আদালতের নির্দেশ, জেল কর্তৃপক্ষকে হাই কোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে জেলের ফুটেজ জমা দিতে হবে। সিবিআইয়ের টেকনিক্যাল টিম রেজিস্ট্রার জেনালেরের সামনে তাদের টিম নিয়ে এসে সেই ফুটেজ কপি করবে। রাজ্যের তরফে আদালতে জানানো হয়, সিসিটিভি ফুটেজ দিতে ২৫ দিন সময় লাগবে।
কুন্তল মামলায় হাই কোর্টের স্পষ্ট নির্দেশ, জেলে কুন্তলের গতিবিধি কী, তাঁর সঙ্গে কারা কখন দেখা করতে যান, তা জানতে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখার প্রয়োজন রয়েছে। পাশাপাশি সিবিআইয়ের কাছে তদন্তের অগ্রগতি সম্পর্কেও জানতে চান বিচারপতি অমৃতা সিনহা৷ সিবিআই জানায়, তদন্ত এগিয়েছে। এরমধ্যে দু’জনকে জেলে গিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এর পরেই আদালতের নির্দেশ, সার্বিক তদন্ত কতদূর এগিয়েছে সেই সংক্রান্ত রিপোর্ট ১৪ জুলাইয়ের মধ্যে জমা দিতে হবে সিবিআইকে৷
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>