জয়নগর: সামনেই পঞ্চায়েত ভোট। তার আগে ‘নবজোয়ার’ কর্মসূচি নিয়ে চূড়ান্ত ব্যস্ত তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। জেলায় জেলায় ঘুরে মানুষের পাশে আরও বেশি করে দাঁড়ানোর পন্থা নিয়েছেন তিনি এই কর্মসূচির মাধ্যমে। তাই সমাজসেবার কাজ থেকেও নিজেকে দূরে রাখলেন না তিনি, প্রত্যক্ষভাবে তাতে অংশ নিলেন। বুধবার বারুইপুরে কর্মসূচি শেষ করে সন্ধে নাগাদ অভিষেক পৌঁছে যান জয়নগরে। সেখানে তিনি রক্তদান করেন।
জয়নগরের ওই এলাকায় একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল। অভিষেক বন্দ্যোপাধ্যায় সেখানে পৌঁছে ঠিক করেন যে তিনিও রক্ত দেবেন। সেইমতো ক্যাম্পে থাকা চিকিৎসকদের সঙ্গে কথা বলে স্বাস্থ্য পরীক্ষা করার পর তিনি রক্তদান করেন। তৃণমূল নেতার এই কাজে স্বাভাবিকভাবেই খুশি সাধারণ মানুষ। অনেকে এই কাজের প্রশংসা করে বলেছেন, দীর্ঘ সময় ধরে কর্মসূচি করে, ক্লান্ত হয়েও তিনি রক্ত দিয়েছেন, এটা দারুন ব্যাপার। এর আগে একাধিক সময়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখা গিয়েছে সাধারণের পাশে দাঁড়াতে। সে নিজের কর্মসূচি বন্ধ করে হোক, বা কনভয় নিয়ে যাওয়ার সময়ে তা থামিয়ে।
” style=”border: 0px; overflow: hidden”” title=”Rujira Narula Banerjee | কয়লাকাণ্ডে তলব পেয়ে সিজিও কমপ্লেক্সে পৌঁছলেন রুজিরা নারুলা বন্দ্যোপাধ্যায়” width=”560″>
উল্লেখ্য, সম্প্রতি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ইডি হাজিরা দিতে নোটিশ দিয়েছিল। কিন্তু তিনি যেতে পারবেন না বলে স্পষ্ট জানিয়েছেন। ‘নবজোয়ার’ কর্মসূচি শেষ হলে পঞ্চায়েত ভোটের পর হাজিরার বিষয়ে দেখা যাবে, এখন এত সময় নেই, এমনটাই জানিয়েছে অভিষেক। তাঁর স্পষ্ট কথা, ‘‘আমি কারও বাবার চাকর নই। যতবার ডাকবে, ততবারই যেতে হবে নাকি? পঞ্চায়েত ভোটের পর দেখা যাবে।” প্রসঙ্গত, গত ২০ মে নিজাম প্যালেসে তলব করে প্রায় ৯ ঘণ্টা অভিষেককে জিজ্ঞাসাবাদ করেছিল সিবিআই। সূত্রের খবর, কর্মসূচি ছেড়ে হাজিরা দেওয়ার সময়ই তদন্তকারীদের অনুরোধ করেছিলেন অভিষেক, নবজোয়ার কর্মসূচির মাঝে যেন তাঁকে ডাকা না হয়৷