ক্লান্ত শরীরেও সমাজসেবা, রক্তদান করলেন অভিষেক

ক্লান্ত শরীরেও সমাজসেবা, রক্তদান করলেন অভিষেক

জয়নগর: সামনেই পঞ্চায়েত ভোট। তার আগে ‘নবজোয়ার’ কর্মসূচি নিয়ে চূড়ান্ত ব্যস্ত তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। জেলায় জেলায় ঘুরে মানুষের পাশে আরও বেশি করে দাঁড়ানোর পন্থা নিয়েছেন তিনি এই কর্মসূচির মাধ্যমে। তাই সমাজসেবার কাজ থেকেও নিজেকে দূরে রাখলেন না তিনি, প্রত্যক্ষভাবে তাতে অংশ নিলেন। বুধবার বারুইপুরে কর্মসূচি শেষ করে সন্ধে নাগাদ অভিষেক পৌঁছে যান জয়নগরে। সেখানে তিনি রক্তদান করেন। 

জয়নগরের ওই এলাকায় একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল। অভিষেক বন্দ্যোপাধ্যায় সেখানে পৌঁছে ঠিক করেন যে তিনিও রক্ত দেবেন। সেইমতো ক্যাম্পে থাকা চিকিৎসকদের সঙ্গে কথা বলে স্বাস্থ্য পরীক্ষা করার পর তিনি রক্তদান করেন। তৃণমূল নেতার এই কাজে স্বাভাবিকভাবেই খুশি সাধারণ মানুষ। অনেকে এই কাজের প্রশংসা করে বলেছেন, দীর্ঘ সময় ধরে কর্মসূচি করে, ক্লান্ত হয়েও তিনি রক্ত দিয়েছেন, এটা দারুন ব্যাপার। এর আগে একাধিক সময়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখা গিয়েছে সাধারণের পাশে দাঁড়াতে। সে নিজের কর্মসূচি বন্ধ করে হোক, বা কনভয় নিয়ে যাওয়ার সময়ে তা থামিয়ে।