অনিশ্চিত ৩২ হাজার শিক্ষকের চাকরি, পাশে দাঁড়াল ফরওয়ার্ড ব্লক

অনিশ্চিত ৩২ হাজার শিক্ষকের চাকরি, পাশে দাঁড়াল ফরওয়ার্ড ব্লক

কলকাতা: দুর্নীতির অভিযোগে অনিশ্চয়তার মুখে ৩২ হাজার প্রাথমিক শিক্ষকের চাকরি৷ এবার তাঁদের পাশে দাঁড়াল ফরওয়ার্ড ব্লক। ২০১৪ সালে নেওয়া টেট পরীক্ষার ভিত্তিতে ২০১৬ সালে প্রাথমিক শিক্ষক পদে নিয়োগ পেয়েছিলেন তাঁরা। কিন্তু, পরে সেইনিয়োগ প্রক্রিয়ায় বেনিয়মের অভিযোগ ওঠায় ৩২ হাজার শিক্ষকের চাকরি বাতিল করে উচ্চ আদালত। মামলা গড়ায় ডিভিশন বেঞ্চে৷  ২৩ সেপ্টেম্বর পর্যন্ত একক বেঞ্চের রায়ে স্থগিতাদেশ দেওয়া হয়। 

বুধবার ৩২ হাজার শিক্ষকের পাশে দাঁড়িয়ে ফরওয়ার্ড ব্লকের রাজ্য সম্পাদক নরেন চট্টোপাধ্যায় বলেন, ‘কিছু মানুষের কৃতকর্মের দায়ে কখনওই ৩২ হাজার পরিবার ক্ষতিগ্রস্ত হতে পারে না। আন্দোলনরত প্রার্থীদের চাকরি হোক। পাশাপাশি এই ৩২ হাজার মানুষও বাঁচুন সম্মানের সঙ্গে।’