সদ্যোজাতর শরীরে বাসা বাঁধল যক্ষ্মা! বিস্মিত চিকিৎসকমহল

সদ্যোজাতর শরীরে বাসা বাঁধল যক্ষ্মা! বিস্মিত চিকিৎসকমহল

কলকাতা: সদ্যোজাতের শরীরে বাসা বাঁধল টিবি! এমনই বিরল ঘটনার সাক্ষী থাকল পশ্চিম বাংলা। পূর্ব মেদিনীপুরের এগরায় এক প্রসূতির সদ্যোজাত সন্তানের শরীরে ধরা পড়ে যক্ষ্মা। জানা গিয়েছে, ওই প্রসূতি টিবি আক্রান্ত ছিলেন। সন্তান জন্মের পর তাঁর শারীরিক অবস্থা আশঙ্কাজনক হয়ে উঠলে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করা হয়। সেখানেই মৃত্যু হয় তাঁর। তবে সদ্যোজাত সন্তানটি টিবির সঙ্গে লড়াই করে চলেছে৷ এগরা মহকুমা হাসপাতালের এসএনসিইউতে ভর্তি রয়েছে সে। কিন্তু এত ছোট বাচ্চা টিবি আক্রান্ত হওয়ায় বিস্মিত চিকিৎসকেরাও। তাঁদের কথায়, বিজ্ঞানমতে এটা অসম্ভব নয়। তবে বাস্তবে এমন ঘটনা অতিবিরল। 

স্বাস্থ্যদফতর সূত্রে খবর, গত ৯ এপ্রিল মাত্র ২৯ সপ্তাহের মাথায় জন্ম হয় শিশুটির।  ওজন ছিল মাত্র ৯২২ গ্রাম। মায়ের যেহেতু টিবি ছিল, তাই শিশুরও টিবি পরীক্ষা করানো হয়। সদ্যোজাতর বাম ফুসফুসে টিবি ধরা পড়ে। এই অবস্থায় প্রায় ২ মাস ধরে শিশুটি এগরা মহকুমা হাসপাতালের সিক নিউ বর্ন কেয়ার ইউনিটে চিকিৎসাধীন রয়েছে। চিকিৎসকরা জানিয়েন, এই দু’মাসে কিছুটা হলেও শিশুটির ওজন বেড়েছে। এখন তার ওজন ১ কেজি ৪০০ গ্রাম। যক্ষ্মার ওষুধের কোর্স শেষ হলে শিশুটি অনেকটাই বিপদমুক্ত হবে বলে আশাবাদী তাঁরা।