পঞ্চায়েত রায় চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যেতে পারে রাজ্য! আগাম ‘ক্যাভিয়েট’ কংগ্রেস সাংসদ ডালুর

পঞ্চায়েত রায় চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যেতে পারে রাজ্য! আগাম ‘ক্যাভিয়েট’ কংগ্রেস সাংসদ ডালুর

কলকাতা: পঞ্চায়েত ভোট নিয়ে হাই কোর্টের ডিভিশন বেঞ্চ যে রায় দিয়েছে, সেটা চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যেতে পারে রাজ্য সরকার৷ সেই আশঙ্কা থেকেই  পঞ্চায়েত মামলায় সুপ্রিম কোর্টে আগাম ‘ক্যাভিয়েট’ দাখিল করলেন দক্ষিণ মালদহের কংগ্রেস সাংসদ আবু হাসেম খান চৌধুরী ওরফে ডালু। তাঁর আইনজীবী ঋজু ঘোষাল শুক্রবার বলেন, ‘‘পঞ্চায়েত ভোট নিয়ে কলকাতা হাই কোর্টের রায় আমাদের পক্ষে গিয়েছে, তাই আশঙ্কা, রাজ্য সরকার বা রাজ্য নির্বাচন কমিশন ওই রায় চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যেতে পারে।’’

ঋজু জানিয়েছেন, তাঁদের নোটিস না-পাঠিয়েই একতরফা শুনানির মাধ্যমে রাজ্য সরকার বা রাজ্য নির্বাচন কমিশন যাতে হাই কোর্টের রায়ের উপর স্থগিতাদেশ আদায় করার চেষ্টা যাতে করতে না পারে, সেই উদ্দেশ্যেই এই ক্যাভিয়েট। তিনি বলেন, ‘‘সুপ্রিম কোর্টে আবেদন জানিয়েছি, যাতে এই মামলার শুনানির সময় আমাদের নোটিস পাঠানো হয়।’’ 

প্রসঙ্গত, পঞ্চায়েত ভোট নিয়ে ৩ মামলাকারীর মধ্যে অন্যতম হলেন আবু হাসেম খান চৌধুরী। তাঁদের মামলার প্রেক্ষিতেই মঙ্গলবার কলকাতা হাই কোর্ট রাজ্য নির্বাচন কমিশনকে পঞ্চায়েত ভোটে স্পর্শকাতর এলাকা চিহ্নিত করার নির্দেশ দেয়। বলা হয়, সেই সব স্পর্শকাতর এলাকায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে হবে। কিন্তু স্পর্শকাতর এলাকা চিহ্নিত করতে পারেনি কমিশন। সেই সঙ্গে রাজ্যে হিংসার অভিযোগ নিয়ে ফের হাই কোর্টের শরণাপন্ন হয়েছেন মামলাকারীরা।