কলকাতা: পঞ্চায়েত ভোট সংক্রান্ত মামলায় গত মঙ্গলবার হাই কোর্ট যে রায় দিয়েছিল, রাজ্যের তরফে তার কিছু অংশ পুনর্বিবেচনার আর্জি জানানো হয়েছিল। শুক্রবার সেই আর্জি প্রত্যাহার করে নিল রাজ্য সরকার। প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের কাছে আর্জি প্রত্যাহার করে নেওয়ার বিষয়টি জানান তৃণমূল সাংসদ তথা রাজ্যের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। প্রত্যাহারের আর্জি মঞ্জুর করেন প্রধান বিচারপতি৷
মঙ্গলবার কলকাতা হাই কোর্ট তার রায়ে জানায়, রাজ্য নির্বাচন কমিশনের চিহ্নিত স্পর্শকাতর এলাকাগুলিতে অবিলম্বে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে হবে। পঞ্চায়েত ভোট নিয়ে বিরোধীদের দায়ের করা এই জনস্বার্থ মামলায় হাই কোর্টের এই রায় পুনর্বিবেচনার আর্জি জানায় রাজ্য৷ বৃহস্পতিবার আদালতে বিষয়টি উত্থাপন করেন রাজ্যের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। রাজ্যের পাশাপাশি কমিশন এবং বিরোধী দল বিজেপি-ও এ বিষয়ে গতকাল হাই কোর্টের দ্বারস্থ হয়। প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করে কল্যাণ বলেন, ‘‘সাতটি স্পর্শকাতর জেলায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার নির্দেশ দিয়েছে আদালত। কিন্তু স্পর্শকাতর এলাকা এখনও চিহ্নিতই হয়নি। এই রায় পুনর্বিবেচনা করা হোক।’’ কমিশনের তরফে জানানো হয়, তারা এখনও স্পর্শকাতর বুথ চিহ্নিত করতে পারেননি। কমিশনের এই ভূমিকায় অসন্তোষ প্রকাশ করেন প্রধান বিচারপতি। তবে শুক্রবার আর্জি প্রত্যাহার করে নিল রাজ্য সরকার৷
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>