কলকাতা: আসন্ন পঞ্চায়েত ভোটে মনোনয়ন জমা দেওয়ার সময়সীমা বাড়ানোর আর্জি জানিয়েছিল বিরোধীরা। তাদের সেই আবেদনে সাড়া দিয়ে কলকাতা হাইকোর্ট মনোনয়ন জমা দেওয়ার সময়সীমা বাড়ানোর যায় কিনা তা ভেবে দেখতে বলেছিল রাজ্য নির্বাচন কমিশনকে। আর সিদ্ধান্ত আজই জানানোর নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অমৃতা সিনহা। কমিশন জানিয়েছে, আজ মনোনয়ন জমা দেওয়া যাবে।
বৃহস্পতিবার বিচারপতি রাজাশেখর মান্থা বসিরহাটে বিজেপির মনোনয়ন পত্র দাখিল করা নিয়ে নির্দেশ দিয়েছিলেন। কিন্ত তারা মনোনয়ন পত্র জমা দিতে পারেনি। আজ বিচারপতি অমৃতা সিনহার এজলাসে মনোনয়ন পত্র জমা দিতে চেয়ে আবেদন জানায় বিজেপি। তারা জানায়, বিজেপির ৬০ জন প্রার্থী বসিরহাট বিজেপি অফিসে রয়েছেন। আদালতের নির্দেশ পেলেই তারা বসিরহাট এসডিপিও অফিসে যাবেন। এই সংক্রান্ত মামলার শুনানিতে বিচারপতিকে রাজ্য নির্বাচন কমিশনের তরফে জানান হয়, যেহেতু প্রধান বিচারপতির নির্দেশে শিক্ষাবন্ধুদের মনোনয়ন পত্র দাখিল করার জন্য একদিনের সময়সীমা বাড়ানো হয়েছে তাই বিজেপির বসিরহাটের ৬০ জন প্রার্থীও মনোনয়ন পত্র জমা দিতে পারবেন আজ।
” style=”border: 0px; overflow: hidden”” title=”ভাঙড়, ক্যানিংয়ের পর চোপড়া। মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে অগ্নিগর্ভ পরিস্থিতি। Panchayet Election” width=”560″>
আগের এক শুনানিতেই বিচারপতি রাজাশেখর মান্থার পর্যবেক্ষণ ছিল, চার দিন ধরে লাগাতার সন্ত্রাস চলছে। মনোনয়নপত্র জমাকে কেন্দ্র করে তিনজনের মৃত্যু হয়েছে। এ বিষয়ে অবশ্যই হস্তক্ষেপ করবে আদালত৷ বিচারপতি মান্থা এও বলেন, রাজ্যের পুলিশ নিরাপত্তা দিতে ব্যর্থ। হাইকোর্টের নির্দেশও মানা হল না। উপযুক্ত ভাবে তদন্ত করে দেখতে হবে। তাঁর নির্দেশ, এই পুরো ঘটনা নিয়ে রাজ্যকে ব্যাখ্যা দিতে হবে।