প্রায় ১২ হাজার বেশি মনোনয়ন জমা! ভোটের আগেই সবাইকে ছাপিয়ে গিয়েছে তৃণমূল

প্রায় ১২ হাজার বেশি মনোনয়ন জমা! ভোটের আগেই সবাইকে ছাপিয়ে গিয়েছে তৃণমূল

কলকাতা: রাজ্য নির্বাচন কমিশন পঞ্চায়েত ভোট ঘোষণা করার পর মনোনয়ন জমা নিয়ে শেষ ক’দিন হইহই চলেছে রাজ্যে। বৃহস্পতিবার সেই পর্ব শেষ হয়েছে। আর আপাতত কমিশনের কাছে মনোনয়ন সংক্রান্ত যে তথ্য এসেছে তাতে সবার আগে রয়েছে তৃণমূল কংগ্রেস। জানা গিয়েছে, পঞ্চায়েত নির্বাচনের মোট আসনের চেয়ে প্রায় ১২ হাজার বেশি মনোনয়ন জমা দিয়েছে শাসক দল। অনেকটাই পিছিয়ে বিজেপি, সিপিএম সহ বাকি বিরোধীরা। 

নির্বাচন কমিশনের তথ্য অনুসারে, গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদ মিলিয়ে রাজ্যে মোট ৭৩ হাজার ৮৮৭ আসনে ভোট হওয়ার কথা। আর তৃণমূলের প্রার্থী হতে মনোনয়ন জমা পড়েছে ৮৫ হাজার ৮১৭টি। অন্যদিকে বিজেপির মনোনয়ন জমা পড়েছে ৫৬ হাজার ৩২১টি। সিপিএম ৪৮ হাজার ৬৪৬ মনোনয়ন জমা করেছে এবং কংগ্রেস জমা দিয়েছে ১৭ হাজার ৭৫০টি মনোনয়ন। ২০ জেলা থেকে যে রিপোর্ট রাজ্য নির্বাচন কমিশন পেয়েছে, তাতে এমনটাই উল্লেখ করা হয়েছে। তবে বিষয় হল, আগেও অতিরিক্ত মনোনয়ন জমা দেওয়ার ঘটনা ঘটেছে। একই দলের একাধিক মনোনয়ন একটি আসনের জন্য জমা দেওয়াই যায়, যদিও পরে তা প্রত্যাহার করে নেওয়া হয়।