মৃত্যু হয়নি, মাত্র ৬১টি বোমা উদ্ধার! মনোনয়ন পর্ব শেষে এল কমিশনের রিপোর্ট

মৃত্যু হয়নি, মাত্র ৬১টি বোমা উদ্ধার! মনোনয়ন পর্ব শেষে এল কমিশনের রিপোর্ট

কলকাতা: পঞ্চায়েত ভোটের দিন ঘোষণার পর মনোনয়ন পর্ব শুরু হতেই রাজ্যে একের পর এক হিংসার ঘটনা ঘটেছে। ক্যানিং থেকে শুরু করে ভাঙড়, চোপড়া… অনেক জায়গা থেকে এসেছে মৃত্যুর খবরও। কিন্তু পুলিশ নিজেদের রিপোর্টে এখনও পর্যন্ত কোনও মৃত্যুর উল্লেখ করেনি। আর মনোনয়ন পর্ব শেষ রাজ্য নির্বাচন কমিশন যে রিপোর্ট প্রকাশ করল তাতেও নেই মৃত্যুর কোনও তথ্য। তবে বলা হয়েছে, এই ক’দিনে মাত্র ৬১টি বোমা উদ্ধার হয়েছে। 

ভোট ঘোষণা হতে না হতেই বিরোধীরা দাবি করেছিল যে, রাজ্যের অধিকাংশ জায়গায় ব্যাপক বোমাবাজি হয়েছে। কিন্তু রাজ্য নির্বাচন কমিশনের স্পষ্ট বক্তব্য, রাজ্যে কেবল ৬১টি বোমা উদ্ধারের রিপোর্ট এসেছে তাদের কাছে। একই সঙ্গে পঞ্চায়েত ভোটকে কেন্দ্র করে এখনও পর্যন্ত কোনও মৃত্যুর তথ্য তাদের হাতে আসেনি। পুলিশ এমন কোনও রিপোর্ট শুক্রবার পর্যন্ত কমিশনকে দেয়নি বলেই জানান হয়েছে। তবে কমিশন এও জানিয়েছে, এই ক’দিনে পঞ্চায়েত ভোট সংক্রান্ত ৩৯টি ঘটনা ঘটেছে রাজ্যে এবং তাতে প্রায় ১০০ জনের আহত হওয়ার খবর আছে।