ভাঙড়: পঞ্চায়েত ভোটের ঘোষণা হওয়ার পর থেকেই দফায় দফায় উত্তপ্ত হয়েছে ভাঙড়। রাজনৈতিক দলগুলির মধ্যে সংঘর্ষ, গুলি, বোমাবাজি সবই হয়েছে। এখনও পর্যন্ত যে এলাকার অধিকাংশ জায়গা থমথমে তা বলার অপেক্ষা রাখে না। এই অবস্থায় স্থানীয় বাসিন্দারা বাড়ির বাইরে বেরোতেও দুবার ভাবছেন। এদিকে এলাকার একাধিক স্কুলের গেটে বন্ধের নোটিস দেওয়া হয়েছে। আর যে’কটি স্কুল খোলা তাতে পড়ুয়ার সংখ্যা নগণ্য বলা যায়।
আসন্ন ভোটের মনোনয়ন জমাকে কেন্দ্র করে শেষ কয়েকদিনে উত্তপ্ত পরিস্থিতি ছিল ভাঙড়ে। এখনও আশঙ্ক আছে নতুন করে অশান্তি সৃষ্টি হওয়ার কারণ সবেমাত্র মনোনয়ন পর্ব শেষ হয়েছে, আসল ভোটটাই বাকি। তাই অভিভাবকরা ছেলে-মেয়েদের বাড়ির বাইরে পাঠাতে ভয় পাচ্ছেন স্বাভাবিকভাবেই। এই কারণ কোথাও স্কুল খোলা থাকলেও তাতে হাজিরা ১০ শতাংশের কম। গরমের ছুটির কারণ বেশি কিছু সপ্তাহ স্কুল বন্ধ ছিল। সেই ছুটি শেষ করে স্কুল খুলেছিল তাই পড়ুয়ারাও উচ্ছ্বসিত ছিল। কিন্তু গরমের ছুটির পর প্রথম দিনে স্কুলে গিয়ে রীতিমত ভয়ে সিটিয়ে গিয়েছে তারা। যে হারে হিংসার ঘটনা ঘটেছে তাতে আতঙ্কিত তাদের অভিভাবকরাও।
” style=”border: 0px; overflow: hidden”” title=”ভাঙড়, ক্যানিংয়ের পর চোপড়া। মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে অগ্নিগর্ভ পরিস্থিতি। Panchayet Election” width=”853″>
আসলে এই ক’দিনে ভাঙড় এলাকায় মুহুর্মুহু পড়েছে বোমা, চলেছে গুলি, হয়েছে অগ্নিসংযোগের ঘটনা। রাস্তায় বেরিয়ে কখন কে বিপদে পড়ে তা বলা মুশকিল। আর স্কুলের পড়ুয়াদের নিয়ে তো আলাদা চিন্তা থাকবেই। তাই একাধিক স্কুল বন্ধের নোটিস দেওয়া হয়েছে আপাতত। কবে স্কুল-কলেজ স্বাভাবিক হবে, তা এখনও অজানা।