কলকাতা: ক্যানসার। এই রোগের নাম শুনলেই যে কারোর বুক কেঁপে ওঠে। কিন্তু বুক কাঁপেনি করুণাময়ী দেবীর। বরং কার্যত তিনি নিজেই তাঁকে চিকিৎসা করতে চিকিৎসকদেরই মনোবল জুগিয়েছেন। আর সবথেকে বড় বিষয় হল, শেষমেষ ক্যানসারকে হারিয়েছে তিনি। ১০৩ বছর বয়সে যেন অসাধ্য সাধন করেছেন মুর্শিদাবাদের বাসিন্দা করুণাময়ী সিংহ। এখন তিনি ক্যানসার চিকিৎসার শেষ পর্যায়ে আছেন।
মুখের ক্যানসারে আক্রান্ত ছিলেন করুণাময়ী দেবী। বছরখানেক ধরে মুখে ঘা ছিল কিন্তু তাকে বিশেষ পাত্তা দেননি তিনি। কিন্তু পরবর্তী সময়ে গাল ফুটো হয়ে যাওয়ার উপক্রম তৈরি হলে চিকিৎসকের কাছে যান। জানা যায়, মুখের বাক্কাল মিউকোসায় ক্যানসার হয়েছে তাঁর। এরপরই তাঁকে ভর্তি করা হয় হাজরার চিত্তরঞ্জন ন্যাশেনাল ক্যানসার ইন্সটিটিউটে। তারপর থেকেই তাঁর চলেছে একাধিক কেমো এবং আপাতত ২৭টি রেডিয়েশন। টানা এক মাস ধরে চলেছে ওরাল কেমোথেরাপি। তাতে কাজ হওয়াতেই শুরু হয়েছিল রেডিয়েশন থেরাপি। এই মুহূর্তে মুখের ক্যানসার একেবারে নিশ্চিহ্ন হয়ে গিয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।
” style=”border: 0px; overflow: hidden”” title=”ভয়াবহ দুর্ঘটনার স্মৃতি নিয়ে ফের একবার করমণ্ডল এক্সপ্রেস শালিমার স্টেশন থেকে যাত্রা শুরু করল” width=”853″>
সাধারণত এই ধরনের ক্যানসারে সার্জারি করা হয়। কিন্তু বৃদ্ধার বয়স দেখে সেই ঝুঁকি নেননি চিকিৎসকরা। তবে করুণাময়ী দেবীর দারুণ ইতিবাচক মানসিকতা তাঁর চিকিৎসা করতে অনেক বেশি সাহায্য করেছে চিকিৎসকদেরই। এখনও তাঁর ১০টি রেডিয়েশন থেরাপি বাকি আছে। তা স্বাচ্ছন্দ্যের সঙ্গেই হবে বলে আশাবাদী সকলে।