কলকাতা: মনোনয়নের পর স্কুটিনি পর্বেও বেলাগাম সন্ত্রাস৷ ফের মৃত্যু রাজ্যে৷ শনিবার দুপুরে পিটিয়ে খুন করা হল সুজাপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রার্থীকে৷ দুপুর দেড়টা নাগাদ মালদহের কালিয়াচকে ঘটনাটি ঘটে৷ এই ঘটনায় কংগ্রেসের বিরুদ্ধে সরাসরি অভিযোগ করেছে তৃণমূল৷ এক সপ্তাহের মধ্যে রাজ্যে ৬জন ভোটের বলি৷
এদিন দুপুরে বাড়ি ফেরার সময় আক্রান্ত হন গ্রাম পঞ্চায়েতের প্রধান মুস্তাফা। দুষ্কৃতীরা তাঁকে রাস্তার মধ্যেই বাঁশ ও লাঠি দিয়ে বেধড়ক মারধর করে৷ রাস্তায় লুটিয়ে পড়েন তিনি। আশঙ্কাজনক অবস্থায় মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
এই ঘটনায় কংগ্রেসকেই কাঠগড়ায় তুলেছে তৃণমূল। যদিও যাবতীয় অভিযোগ অস্বীকার করেছে হাত শিবির। এরই মধ্যে রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিনের মন্তব্যে শোরগোল পড়েছে। তিনি বলেন, “এই দুষ্কৃতীরা পঞ্চায়েত ভোটে তৃণমূলের টিকিট না পেয়ে দলের মধ্যে অশান্তি পাকাচ্ছিল। পরে এরা কংগ্রেসে যোগ দেয়। দল ছেড়ে এখন তৃণমূলের লোকেদেরই নিশানা করছে।” কংগ্রেস নেতৃত্বের দাবি, এই ঘটনা দলীয় কোন্দলের ফল৷