‘ট্রেনিং শেষ না করেই পঞ্চায়েত ভোটে ৯ হাজার পুলিশ!’ বিস্ফোরক শুভেন্দু

‘ট্রেনিং শেষ না করেই পঞ্চায়েত ভোটে ৯ হাজার পুলিশ!’ বিস্ফোরক শুভেন্দু

কলকাতা: পঞ্চায়েত ভোটে পুলিশকর্মী মোতায়েন নিয়ে ফের বিস্ফোরক বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী৷ এর আগে তিনি অভিযোগ করেছিলেন, সিভিক ভলান্টিয়ারদের খাঁকি ইউনিফর্ম পরিয়ে ভোটের কাজে নামানোর চেষ্টা করা হচ্ছে। এবার আরও একধাপ এগিয়ে বিরোধী দলনেতার দাবি, ঘাটতি মেটাতে রাতারাতি ৯ হাজারজনকে পুলিশ ফোর্সে আনার চেষ্টা করছে রাজ্য৷ এনিয়ে অ্যাডিশনাল চিফ সেক্রেটারিকেও চিঠিও পাঠালেন বিরোধী দলনেতা৷ 

চিঠিতে তিনি লিখেছেন, প্রশিক্ষণরত পুলিশকর্মীদের ট্রেনিং এক সপ্তাহের মধ্যে শেষ করার চেষ্টা করা হচ্ছে। এরপর তাদের তড়িঘড়ি পোস্টিং করা হবে। সেটা অত্যন্ত ভুল সিদ্ধান্ত হবে। শুভেন্দু মনে করেন, এমনটা করা হলে মারাত্মক সমস্যা হতে পারে। এমনকী ভবিষ্যতেও সমস্যা দেখা দিতে পারে। কারণ কীভাবে পরিস্থিতি মোকাবিলা করতে হয়, তাঁরা সেটাই শেখেননি। আর তাদেরকেই ভোট ময়দানে নামানোর চেষ্টা করা হচ্ছে। এতে পরিস্থিতি আরও জটিল হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন বিরোধী দলনেতা৷ 

 
পঞ্চায়েত ভোটের আগে এই পরিস্থিতি তৈরি করাটা কাম্য নয় বলেও উল্লেখ করেছেন নন্দীগ্রামের বিধায়ক। তিনি ওই চিঠির কপি টুইট করে জানিয়েছেন, আমি বিশ্বস্ত সূত্রে জানতে পেরেছি যে রাজ্যের স্বরাষ্ট্র দফতর সাত দিনের মধ্য়ে ট্রেনিং শেষ করিয়ে শিক্ষানবীশদের পুলিশ হিসাবে ময়দানে নামাতে চাইছে। পঞ্চায়েত ভোটের আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব তাদের হাতে দেওয়া হতে পারে। তাদের প্রশিক্ষণপর্ব কাটছাঁট করে তাড়াহুড়ো করে পোস্টিং দেওয়া হতে পারে বলেও আশঙ্কা তাঁর৷