কলকাতা: বিজেপি’র সঙ্গে আইএসএফ নেতা নওয়াদ সিদ্দিকের আঁতাতের অভিযোগে শোরগোল৷ কেন্দ্রীয় মন্ত্রী নিত্যানন্দ রাই ও বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয় সঙ্গে নওসাদের হোয়াটসঅ্যাপ চ্যাটের স্ক্রিনশট প্রকাশ করে আঁতাতের অভিযোগ তুলল তৃণমূল কংগ্রেস।
শনিবার কালীঘাটে ছিল তৃণমূলের নির্বাচন কমিটির বৈঠক৷ বৈঠকের পর দলের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় ও মুখপাত্র তথা রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ সাংবাদিকদের মুখোমুখি হন৷ তিনি বলেন, নওসাদের সঙ্গে বিজেপির এই কথোপকথনের টাইমিং নজর করার মতো। একুশের ভোটের আগে তৃণমূলের নেতা কর্মীরা যখন বিজেপির বিরুদ্ধে মরণপণ লড়াই করছে, তখন আড়ালে অশুভ আঁতাত কাজ করে চলেছে। এবং কী ধরনের সেই আঁতাত? বলা হচ্ছে, এই এই নেতাদের বদলি করে দিন।
কুণাল আরও বলেন, “যদি এই স্ক্রিনশট সত্যি হয়, তাহলে এটা পরিষ্কার যে নওসাদ সিদ্দিকি এবং তাঁর সঙ্গে কয়েকজন বিজেপির হাতে তামাক খাচ্ছেন আর বাংলায় ভোট কাটার খেলা খেলছেন”। নওসাদকে চ্যালেঞ্জ করে কুণাল বলেন, আপনি এ ব্যাপারে মানহানির মামলা করতে পারেন, ফৌজদারি মামলাও করতে পারেন। কিন্তু তৃণমূল কংগ্রেসও থেমে থাকবে না৷ সুপ্রিম কোর্টে যাবে। ভোটের সময়ে অফিসার বদলির ব্যাপারে সুপারিশ কীভাবে নওসাদ সিদ্দিকির মাধ্যমে বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয়র কাছে যাচ্ছিল, সে ব্যাপারে তদন্তের দাবি জানাবে৷
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>