দিনহাটা: আবার নেতিবাচক এক কারণে সংবাদ শিরোনামে চলে এসেছে কোচবিহারের দিনহাটা। এক বিজেপি প্রার্থীর দেওরকে খুন করার অভিযোগ উঠেছে এখানে। আর অভিযুক্ত শাসক দল তৃণমূল কংগ্রেস। পুলিশ সূত্রে খবর, এদিন একটি পাটক্ষেত থেকে এক ব্যক্তির ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয়। জানা গিয়েছে, নিহত ব্যক্তির বৌদি আসন্ন পঞ্চায়েত নির্বাচনে বিজেপির প্রার্থী। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তাপ বাড়ছে এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার মধ্যরাতের পরেই পাটক্ষেতে দেহ উদ্ধার হওয়ার খবর ছড়িয়ে পড়ে। পরে জানা যায়, এলাকার এক বিজেপি প্রার্থীর দেওরের দেহ উদ্ধার হয়েছে। দিনহাটা মহকুমা হাসপাতালে ব্যক্তিকে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। অঞ্চলের দু’নম্বর ব্লকের কিসামত দশগ্রামের টিয়াদহ এলাকায় এই ঘটনা ঘটেছে। বাসিন্দারা জানিয়েছেন, নিহত ব্যক্তি নিজেও বিজেপি করতেন। তাই অনুমান, রাজনৈতিক প্রতিহিংসার কারণেই এই ঘটনা ঘটেছে। পুলিশ প্রাথমিক তদন্তে জানিয়েছে, মৃতের দেহে গভীর ক্ষত ছিল। তাই মনে করা হচ্ছে, এটি খুন।
” style=”border: 0px; overflow: hidden”” title=”পঞ্চায়েত ভোটে তৃণমূল কংগ্রেসের প্রার্থী ‘টিকিট‘ নিয়ে সম্মুখ সমরে নামলেন স্বামী স্ত্রী।” width=”853″>
মৃতের পরিবারের বক্তব্য, শনিবার রাতে বেশ কয়েক জন এসে তাঁকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। অনেকক্ষণ তাঁর কোনও খোঁজ পাওয়া যায়নি তারপর। শেষে পাটক্ষেত থেকে দেহ উদ্ধারের খবর পায় তারা। পঞ্চায়েত ভোটের আগে সন্ত্রাসের আবহ তৈরি করতে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই এই কাজ করেছে। তারা সরাসরি নিশানা করেছে মন্ত্রী উদয়ন গুহকে। যদিও উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী ঘটনাটিকে দুঃখজনক বলে বিজেপিকেই আক্রমণ করেছেন। তাঁর বক্তব্য, এই ঘটনার সঙ্গে তৃণমূল কেন, রাজনীতির কোনও যোগ নেই। ভোটের আগে সব বিষয়েই তৃণমূলকে জুড়ে দেওয়া হচ্ছে।