এই প্রথম বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যে জিতল বিজেপি! নজির সুকান্তের ‘গড়ে’

এই প্রথম বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যে জিতল বিজেপি! নজির সুকান্তের ‘গড়ে’

কলকাতা: কোনও রাজ্যের শাসক দলের ক্ষেত্রে এমন খবর সামনে আসে যেটাকে অনেক সময় ‘স্বাভাবিক’ ধরা হয়। বাংলায় আসন্ন পঞ্চায়েত নির্বাচনের আগেও এমন ঘটনা ঘটেছে। ইতিমধ্যেই কিছু জায়গা থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় তৃণমূলের জেতার খবর পাওয়া গিয়েছে। কিন্তু তা বলে বিরোধী শিবির বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতবে, তাও আবার বঙ্গে? এমনটাও হয়? সেটাই হয়েছে। এবার বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছেন বিজেপির প্রার্থী। আর তাতেই সৃষ্টি হয়েছে ইতিহাস। এই প্রথম কোনও বিজেপি প্রার্থী রাজ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতল। 

রাজ্যের বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারের লোকসভা এলাকা বালুরঘাটের অন্তর্গত গঙ্গারামপুর বিধানসভার উদয় গ্রাম পঞ্চায়েতের নাকাইর গ্রামের প্রার্থী অপর্ণা বর্মণ বিনা প্রতিদ্বন্দ্বিতায় পঞ্চায়েতে জিতেছেন বলে দাবি করেছে গেরুয়া শিবির। তাদের বক্তব্য, মহিলাদের জন্য সংরক্ষিত ওই আসনে তৃণমূল বা সিপিএম কেউই কোনও প্রার্থীই দিতে পারেনি। আবার স্থানীয়া জানিয়েছেন, এলাকায় প্রায় সব পরিবার বিজেপি করে। তাই অন্য দলের হয়ে কেউ প্রার্থী হতেও চাননি। এভাবেই সেখানে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে গিয়েছেন অপর্ণা। প্রসঙ্গত, এই প্রথম বার নির্বাচনে প্রার্থী হয়েছেন তিনি।