কলকাতা: পঞ্চায়েত ভোটের ঘোষণার পর থেকেই রাজ্যে একের পর এক হিংসার ঘটনা ঘটেছে। বিরোধীদের এই দাবি নিয়ে এখন শোরগোল। নানা জায়গা থেকে গুলি চালানো, বোমাবাজি, খুনের অভিযোগ এসেছে। অবশ্য তারও অনেক আগে থেকে বোমা বিস্ফোরণের ঘটনার সাক্ষী থেকে বাংলা। আসন্ন ভোটের আগে আরও একবার বোমা ফাটার ঘটনা ঘটল। দক্ষিণ ২৪ পরগনার মথুরাপুরে এক যুবক গুরুতর আহত হয়েছে বলে জানা গিয়েছে।
রবিবার ভোরে মথুরাপুর থানার ঘোড়াদল এলাকায় বিকট শব্দ হয়। স্থানীয়রা বুঝতে পারে বিস্ফোরণ হয়েছে। সেই শব্দের উৎস খুঁজতে গিয়েই রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয় ওই যুবককে। স্থানীয় সূত্রে খবর, কয়েকজন বন্ধু মিলে বাড়ির কাছেই বোমা বাঁধছিল। সেখান থেকেই বিস্ফোরণ ঘটে। জানা গিয়েছে, ওই যুবকের শরীরের বেশির ভাগ অংশ ঝলসে গিয়েছে। সে এখন ডায়মন্ড হারবার সরকারি মেডিক্যাল কলেজে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। ঘটনায় স্বাভাবিকভাবেই আতঙ্কিত এলাকাবাসী। ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে মথুরাপুর থানার পুলিশ।
” style=”border: 0px; overflow: hidden”” title=”west bengal panchayat election 2023 | মনোনয়নের শেষ দিন বৃহস্পতিবার খুন হলেন এক সিপিএম কর্মী।” width=”853″>
বোমা বিস্ফোরণের ঘটনা ঘটবে আর রাজনীতির কথা হবে না এমনটা নয়। আহত যুবকের মায়ের দাবি, তাঁর ছেলে তৃণমূলের সমর্থক। তাঁর পরিবারও বরাবর মমতা বন্দ্যোপাধ্যায়ের দলকেই সমর্থন করে এসেছে। সঙ্গে সঙ্গেই বিরোধী শিবির থেকে কটাক্ষ করা শুরু হয়েছে এই ঘটনায়। পঞ্চায়েতের আগে সন্ত্রাসের আবহ বজায় রাখতে গিয়েই এই ঘটনা বলে দাবি করা হচ্ছে।