সাতসকালেই ঘনাল সন্ধে! বৃষ্টির দলে নামল তাপমাত্রা, তবে কি বর্ষা এসে গেল?

সাতসকালেই ঘনাল সন্ধে! বৃষ্টির দলে নামল তাপমাত্রা, তবে কি বর্ষা এসে গেল?

কলকাতা:  সকাল থেকেই ঘন কালো মেঘে ঢাকা আকাশ৷ ঝরছে বৃষ্টি৷ কলকাতায় বিক্ষিপ্ত বৃষ্টি হলেও, সংলগ্ন জেলার কিছু অংশে ভারী বৃষ্টিপাত হয়েছে বলে খবর৷ অবশেষে কি দক্ষিণে ঢুকে পড়ল বর্ষা? আলিপুর আবহাওয়া দফতর অবশ্য জানাচ্ছে, এই বৃষ্টি বর্ষার নয়৷ প্রাক বর্ষার। তাহলে কবে আসছে বর্ষা? জানা যাচ্ছে, সোমবার থেকেই ঝাড়খণ্ড সংলগ্ন এলাকায় দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু সক্রিয় হচ্ছে। বৃহস্পতিবার এর মধ্যে দক্ষিণবঙ্গে বর্ষা ঢুকে পড়ার অনুকূল পরিস্থিতি রয়েছে। তার আগে দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি হবে। তবে পশ্চিমের জেলায় তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে। 

হাওয়া অফিস সূত্রে খবর, ছ’দিন একই অবস্থানে থাকার পর অবশেষে সোমবার সক্রিয় হয়েছে মৌসুমী বায়ু। ১২ই জুন উত্তরবঙ্গে বর্ষা প্রবেশ করে৷ আপাতত এর অবস্থান মালদার উপরে৷ হাওয়া অফিস আগেই জানিয়েছিল, ১৯ থেকে ২২ জুনের মধ্যে ফের সক্রিয় হতে পারে মৌসুমী বায়ু৷  উত্তরবঙ্গে পাঁচ দিন পর বর্ষার আগমন ঘটেছে৷  দক্ষিণবঙ্গে তার থেকেও বেশি দেরি হল পরিস্থিতি অনুকূল হতে। সাধারণত, দক্ষিণবঙ্গের কলকাতায় বর্ষা প্রবেশ করে ১১ জুন। আজ ১৯ জুন হয়ে গেলেও, এখনও বর্ষা পৌঁছতে পারেনি৷ 

যদিও হাওয়া অফিসের পূর্বাভাস, মঙ্গলবার থেকে কলকাতায় বৃষ্টি বাড়বে। এদিকে, সোম, মঙ্গল ও বুধবার ২০০ মিলিমিটার বা তার বেশি বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে কোচবিহার, আলিপুরদুয়ার ও জলপাইগুড়ির কিছু অংশে। পার্বত্য এলাকায় ভারী বৃষ্টিতে ধস নামার আশঙ্কা তৈরি হয়েছে। বন্যার জলে নিচু এলাকা প্লাবিত হতে পারে বলেও আশঙ্কার করা হচ্ছে৷