শওকতকে জেড প্লাস নিরাপত্তা রাজ্যের! সুরক্ষা চেয়ে কেন্দ্রের কাছে দরবার নওশাদের

শওকতকে জেড প্লাস নিরাপত্তা রাজ্যের! সুরক্ষা চেয়ে কেন্দ্রের কাছে দরবার নওশাদের

 কলকাতা: ভোট আবহে তপ্ত ক্যানিং৷ সেই প্রেক্ষিতেই এবার ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক শওকত মোল্লাকে জেড প্লাস নিরাপত্তা দিল রাজ্য সরকার। অন্য দিকে, নিজের নিরাপত্তার স্বার্থে কেন্দ্রীয় সরকারের কাছে আবেদন জানালেন ভাঙরের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি। 

পঞ্চায়েত নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ হতেই উত্তপ্ত দক্ষিণ ২৪ পরগণার ভাঙড়। শাসকদল তৃণমূল এবং ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের (আইএসএফ) কর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনায় রক্ত ঝরেছে৷ হয়েছে মৃত্যু৷ এদিকে, ভাঙর বিধানসভা এলাকার সংগঠনের দেখভাল এবং রাজনীতির বুনিয়াদ শক্ত করার দায়িত্ব রয়েছে বিধায়ক শওকত মোল্লার হাতে। আর আইএসএফ-এর হয়ে নেতৃত্ব দিচ্ছেন বিধায়ক নওশাদ। আর দু’দলের কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় দফায় দফায় উত্তপ্ত হচ্ছে ভাঙড়। পরিস্থিতি সামাল দিতে দুই নেতাকে বার বার ছুটতে হচ্ছে উপদ্রুত এলাকায়। 

এই উত্তপ্ত পরিস্থিতিতে ক্যানিং পূর্বের দায়িত্বপ্রাপ্ত নেতা শওকত মোল্লাকে জেড প্লাস নিরাপত্তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নবান্ন। এ বিষয়ে তৃণমূল বিধায়কের বক্তব্য, ‘‘রাজ্যের মুখ্যমন্ত্রী নিশ্চয় কিছু উপলব্ধি করেছেন। বিশেষ করে, ভাঙড়ের মাটিতে যে সন্ত্রাস চলছে, কিছু কিছু রাজনৈতিক ব্যক্তিত্ব যে কর্মকাণ্ড চালাচ্ছেন, তা দেখেই আমাকে জেড ক্যাটেগরির নিরাপত্তা দেওয়া হচ্ছে। এর জন্য মুখ্যমন্ত্রীকে আমি ধন্যবাদ জানাচ্ছি।’’ শওকতের কথায়, ‘‘রাতের অন্ধকারে অনেক সমাজবিরোধীকে ভাঙড়ের বিভিন্ন জায়গায় ঢোকানো হয়েছিল। যে ভাবে রাজু নস্করকে আইএসএফের সমাজবিরোধীরা খুন করেছে, তা নজির তৈরি করেছে। মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করব, যারা জড়িত, তাদের অবিলম্বে গ্রেফতার করা হোক।’’