কলকাতা: পঞ্চায়েত ভোট আগামী মাসের ৮ তারিখ। তার জন্য মনোনয়ন জমা দেওয়ার পর্বও শেষ হয়েছে। কিন্তু এই সময়ে রাজ্যের বিভিন্ন জায়গা থেকে অশান্তির অভিযোগ এসেছে। বোমাবাজি, খুনের ঘটনাও ঘটেছে। পাশাপাশি মনোনয়ন পর্ব মেটার পর প্রার্থীদের ওপর মনোনয়ন প্রত্যাহারের চাপ আসছে বলেও দাবি। সবক্ষেত্রে অভিযুক্ত তৃণমূল কংগ্রেস। তাই কিছু বিরোধী ও দলের টিকিট না পেয়ে নির্দল প্রার্থী হয়ে মনোনয়ন দেওয়া অনেকে এখন গিয়েছেন ‘ইলেকশন ট্যুর’-এ। ব্যাপারটা ঠিক কী?
বিরোধীদের অনেকেই এই অভিযোগ তুলেছেন যে, তৃণমূল কংগ্রেস ইতিমধ্যেই তাদের ভয় দেখিয়ে চাপ দিচ্ছে মনোনয়ন তুলে নেওয়ার জন্য। এদিকে অনেক আসনে তৃণমূল কর্মীদের মধ্য থেকেই বেশি মনোনয়ন জমা দেওয়া হয়েছে। তাদের ভাবনা, দল থেকেই সেগুলি প্রত্যাহার করার নির্দেশ আসবে। এই অবস্থায় দাঁড়িয়ে অনেক এই ধরনের প্রার্থীরা এখন চলে গিয়েছেন দিঘা বা পুরীতে। কেউ কেউ আবার তারাপীঠেও গিয়েছেন। তাদের এই ‘ইলেকশন ট্যুর’ করার একটাই কারণ, যাতে এলাকায় থেকে মনোনয়ন প্রত্যাহারের চাপ না সহ্য করতে হয়। আগামী ২০ তারিখ মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন। তারপরই এলাকায় ফিরবেন এসব প্রার্থীরা বলে জানা গিয়েছে।
” style=”border: 0px; overflow: hidden”” title=”ভাঙড়, ক্যানিংয়ের পর চোপড়া। মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে অগ্নিগর্ভ পরিস্থিতি। Panchayet Election” width=”853″>
তারকেশ্বর ব্লকের একাধিক এমন প্রার্থীরা এখন এলাকায় ছাড়া হয়েছেন এভাবেই। তবে তাদের মধ্যেই অনেকের অভিযোগ, বাড়িতে তাদের আত্মীয় এবং পরিবারের ওপর চাপ সৃষ্টি করা হচ্ছে। বিরোধীদের পক্ষ থেকে দাবি করা হয়েছে, তৃণমূলের তরফে পরিচিতদের মাধ্যমে সতর্ক করা বা সরাসরি মনোনয়ন প্রত্যাহারের জন্য হুমকি দেওয়া হয়েছে। ইতিমধ্যে থানায় স্মারকলিপি জমা দেওয়া হলেও আপাতত কোনও পদক্ষেপ হয়নি বলে দাবি।