কলকাতা: নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত বহিষ্কৃত তৃণমূল নেতা কুন্তল ঘোষের তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে চিঠি সংক্রান্ত মামলায় বড় নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। প্রেসিডেন্সি সংশোধনাগারের সিসি ক্যামেরার ফুটেজ সিবিআইয়ের হাতে তুলে দিতে হবে বলে জানিয়েছে আদালত। সোমবার বিচারপতি অমৃতা সিনহা এমনই নির্দেশ দিয়েছেন।
কুন্তল ঘোষ চিঠি দিয়ে দাবি করেছিলেন যে, কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার আধিকারিকরা তাঁকে দিয়ে জোর করে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম বলাতে চাইছে। এই ইস্যুতে তোলপাড় শুরু হয় রাজ্যে। সেই প্রেক্ষিতেই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশ দিয়েছিলেন, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেককে জেরা করতে পারবে সিবিআই। এছাড়া প্রেসিডেন্সি জেলের সুপারের কাছ থেকে সিসিটিভি ফুটেজ তলব করা হয়েছিল। পরে এই সংক্রান্ত মামলায় বিচারপতি বদল হলেও নির্দেশ আগেরটাই বহাল থাকে।
” style=”border: 0px; overflow: hidden”” title=”পঞ্চায়েত ভোটে তৃণমূল কংগ্রেসের প্রার্থী ‘টিকিট‘ নিয়ে সম্মুখ সমরে নামলেন স্বামী স্ত্রী।” width=”853″>
সম্প্রতি এই ইস্যুতে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করেছিল সিবিআই। তারপরেই তারা জেলের ফুটেজ চেয়ে হাইকোর্টে আবেদন জানায়। সোমবার আদালত সেই আর্জিতে সাড়া দিয়েছে। আদালত জানিয়েছে, সমগ্র ফুটেজ সংগ্রহ করতে তিনদিন সময় লাগবে। পরে রেজিস্ট্রার জেনারেলের কাছ থেকে সেই ফুটেজ নিতে হবে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাকে। প্রসঙ্গত কুন্তল ঘোষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম নিয়ে চিঠি দিয়েছিলেন আদালত এবং কলকাতা পুলিশের কাছে। তবে অভিযোগ ছিল, ওই চিঠি কুন্তল নিজে লেখেননি। অন্য কাউকে দিয়ে চিঠি লিখিয়েছিলেন।