বাসের ভাড়া বৃদ্ধি ইস্যুতে আদালত অবমাননার মামলা, অভিযুক্ত পরিবহন দফতর

বাসের ভাড়া বৃদ্ধি ইস্যুতে আদালত অবমাননার মামলা, অভিযুক্ত পরিবহন দফতর

কলকাতা: বেসরকারি বাস এবং মিনিবাসের ভাড়ার ইস্যু নিয়ে আদালত অবমাননার মামলা হয়েছে। আর সেই মামলা করার অনুমতি দিয়েছে কলকাতা হাইকোর্ট। পরিবহন দফতরের সচিবের বিরুদ্ধে এই মামলা দায়ের হয়েছে। আগামী সপ্তাহে এই মামলার শুনানি হতে পারে বলে খবর। মূল অভিযোগ, আদালতের নির্দেশ পরিবহন সচিব কার্যকর করেননি। তার প্রেক্ষিতেই এই জনস্বার্থ মামলা। 

পরিবহন দফতর আগে কলকাতা হাইকোর্টে হলফনামা দিয়ে জানিয়েছিল, ২০১৮ সালের পর থেকে রাজ্যে বেসরকারি বাস এবং মিনিবাসের ভাড়া বৃদ্ধি করা হয়নি। কিন্তু মামলাকারীর অভিযোগ, কোভিডের পর থেকে রাজ্যের বেসরকারি বাস এবং মিনিবাসে ভাড়া অনেকটাই বেড়ে গিয়েছে। আদালতের নির্দেশ ছিল যে, বেঁধে দেওয়া ভাড়াই নিতে হবে বেসরকারি বাসগুলিকে। ভাড়ার ক্ষেত্রে ওই নিয়ম মানতে হবে। কিন্তু এখনও পর্যন্ত হাইকোর্টের নির্দেশ পালন করা হয়নি। শুধু এটাই নয়, প্রতি বাসে ভাড়ার তালিকা এবং অভিযোগ জানানোর নম্বর দৃশ্যমান করে রাখতে হবে বলেও আদালত জানিয়েছিল। তাও মানা হয় না বলে দাবি।