কলকাতা: মল্লিকবাজারের বেআইনি দখল সংক্রান্ত ইস্যুতে পুরসভাকে বড় নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। বলা হয়েছে, বেআইনি দখলের বিষয়টি নির্মূল করতে পুরসভাকে ১০ দিনের নোটিস দিতে হবে। সেই নোটিস পাওয়ার পরেও যদি বেআইনি দখলকারীরা তা ওঠে তাহলে পুরসভারকে তার ৩ দিনের মধ্যে বেআইনি দখল উচ্ছেদ করতে হবে। আর তারপর আদালতে এই সংক্রান্ত রিপোর্ট জমা করতে হবে তাদের।
ওই এলাকায় রাস্তার দুই ধারে গাড়ি পার্কিং এবং হকারদের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে মামলা হয়। আবেদনকারীর আইনজীবী দাবি করেন, আচার্য জগদীশ চন্দ্র বসু রোড, মল্লিকবাজারে দেখা যায় রাস্তার দুই দিকে জুড়ে রয়েছে বেআইনি পার্কিং, গাড়ির বাজার। এতে যান চলাচলে অসুবিধা হয়। পাশেই নিউরোসায়েন্স হাসপাতাল, ফলে রোগীদেরও সমস্যা। সেই মামলার শুনানিতেই আদালত অসন্তোষ প্রকাশ করে বলে, প্রশাসন সম্পূর্ণভাবে ব্যর্থ। বেআইনি দখল করে রাস্তা আটকে রাখার অনুমোদন দেওয়া যায় না। এই প্রেক্ষিতে পুরসভার আইনজীবীর উদেশ্যে বিচারপতির মন্তব্য, কোনও হকার কমিটি গঠন নেই কিন্তু রাস্তা আটকে বসে তারা। এর থেকে তাদের উচ্ছেদ করুন।
” style=”border: 0px; overflow: hidden”” title=”মনোনয়ন প্রত্যাহারের চাপ!নির্দল প্রার্থীর বাড়িতে সাদা থান,ফুলের মালা,মিষ্টি পাঠিয়ে হুমকি!” width=”853″>
প্রধান বিচারপতি আরও বলেন, মল্লিকবাজার এলাকা হকারের মধ্যে পড়ে না। আদালতের নির্দেশে এখনও কোনও হকার কমিটি করেনি রাজ্য। এখানে হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি দিয়ে হকার কমিটি গঠন করা যেত। উল্লেখ্য, পার্কস্ট্রিট থানার পুলিশও রাস্তা দখলের কথা রিপোর্টে স্বীকার করেছে।