কলকাতা: মতুয়া অনুগামীদের ওপর নির্মমভাবে অত্যাচার চালিয়েছে তৃণমূল কংগ্রেস। কয়েকশো পুলিশ নিয়ে তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় ঠাকুর বাড়ির কাছে মিছিল করতে চেয়েছিলেন। কিন্তূ মতুয়া সম্প্রদায় তা করতে না দেওয়ায় এই গোলমাল করানো হয়, এমনই অভিযোগ তুলে তাঁর বিরুদ্ধে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর। সেই ইস্যুতে পুলিশকে ‘সিট’ গঠনের নির্দেশ দিল আদালত। বিচারপতি রাজাশেখর মান্থা এডিজি পদমর্যাদার কোনও অফিসারকে এই তদন্তের দায়িত্ব দিতে নির্দেশ দিয়েছেন মঙ্গলবার।
কয়েকদিন আগেই ‘তৃণমূলে নবজোয়ার’ কর্মসূচিতে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় গিয়েছিলেন মতুয়া ঠাকুরবাড়িতে। তাঁর সেই যাত্রা নিয়ে আগে থেকেই উত্তপ্ত ছিল উত্তর ২৪ পরগনার ঠাকুরনগর। অভিষেকের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শনে নেতৃত্ব দিয়েছিলেন বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর। তবে তাঁর অভিযোগ ছিল মতুয়াদের ওপর অভিষেকের নির্দেশে অত্যাচারের। তিনি আরও দাবি করেন, কোনও রকম পদক্ষেপ পুলিশের তরফে নেওয়া হয়নি, উলটে কিছু বিজেপি সমর্থককেই গ্রেফতার করা হয়। তারা আবার মতুয়া ভক্ত বলেই জানা গিয়েছে। এই প্রেক্ষিতে আদালতের সিট গঠন ছাড়াও নির্দেশ, যে সব মতুয়া ভক্তকে গ্রেফতার করা হয়েছে, তাঁদের জামিনে মুক্তি দিতে হবে। আগামী ১৮ জুলাই এই মামলার পরবর্তী শুনানি।
” style=”border: 0px; overflow: hidden”” title=”বুধবার সেই নন্দীগ্রামেই চলল রাতভর নাটক। west bengal panchayat election 2023 | Trinamool congress” width=”789″>
হাইকোর্ট আরও জানিয়েছে, মামলার পরবর্তী শুনানির দিনই তদন্তের অগ্রগতির রিপোর্ট আদালতে জমা দিতে হবে সিটকে। একই সঙ্গে ওই মন্দির চত্বর এবং হাসপাতালের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করতে হবে তাদের। পাশাপাশি এও জানান হয়েছে, কেন্দ্রীয় মন্ত্রীর অভিযোগের ভিত্তিতে এফআইআর গ্রহণ করতে হবে পুলিশকে।