কলকাতা: পঞ্চায়েত ভোটে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে হবে বলে নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গিয়েছিল রাজ্য সরকার এবং রাজ্য নির্বাচন কমিশন। কিন্তু লাভ কিছু হয়নি। দেশের শীর্ষ আদালত কলকাতা হাইকোর্টের রায়ই বহাল রেখেছে। সুপ্রিম কোর্টে ধাক্কা খাওয়ার পর এবার তৎপরতা দেখাতে শুরু করেছে নির্বাচন কমিশন। জানা গিয়েছে, বুধবারের মধ্যে কেন্দ্রীয় বাহিনী চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রককে চিঠি লিখতে চলেছে তারা। তবে জেলা প্রতি আপাতত অনেকটাই কম বাহিনী চাওয়া হয়েছে।
মঙ্গলবার সুপ্রিম কোর্টের বিচারপতি বিভি নাগরত্ন এবং বিচারপতি মনোজ মিশ্রের ডিভিশন বেঞ্চে ছিল পঞ্চায়েত মামলার শুনানি। সেই শুনানি থেকেই কেন্দ্রীয় বাহিনী নিয়ে নির্দেশ স্পষ্ট করে দেওয়া হয়। সূত্রের খবর, আপাতত প্রতি জেলার জন্য ১ কোম্পানি করে বাহিনী অর্থাৎ ৯০ জন জওয়ান চাইছে কমিশন। তবে ভোটের আগে সেই সংখ্যা বাড়ানো হতে পারে বলে ইঙ্গিত দেওয়া হয়েছে। এদিন আদালতের রায় প্রকাশ্যে আসতেই বৈঠকে বসেন রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহা। সেই বৈঠক থেকেই বাহিনী চাওয়ার বিষয় নিয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
” style=”border: 0px; overflow: hidden”” title=”পঞ্চায়েত ভোটে তৃণমূল কংগ্রেসের প্রার্থী ‘টিকিট‘ নিয়ে সম্মুখ সমরে নামলেন স্বামী স্ত্রী।” width=”560″>
যদিও এদিন রাজ্য এবং নির্বাচন কমিশনের আইনজীবী পুলিশ দিয়ে ভোট করানোর পক্ষে একাধিক সওয়াল করেছিলেন। কিন্তু আদালত তাদের যুক্তিতে ভরসা করেনি। রাজ্যের আইনজীবীর যুক্তি ছিল, রাজ্যের পুলিশ যথেষ্ট যোগ্য। কিন্তু, পুলিশকর্মী কম থাকায় অন্য রাজ্য থেকে পুলিশ চাওয়া হয়েছে। সব রকম প্রস্তুতি নেওয়া হয়ে গিয়েছে। এই অবস্থায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে হলে ফের পরিকল্পনা বদল করতে হবে। নির্বাচনের আগে এটা সমস্যার। অন্যদিকে কমিশনের আইনজীবী বলেন, মনোনয়ন পর্বে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হয়েছে। মনোনয়ন কেন্দ্রের ১ কিমি পর্যন্ত ১৪৪ ধারা জারি করা হয়েছে। রাজ্যের পুলিশ সক্রিয় ভূমিকা পালন করেছে।