সুপ্রিম কোর্টের নির্দেশে তৎপর, প্রতি জেলায় মাত্র ১ কোম্পানি বাহিনী চাইল কমিশন: সূত্র

সুপ্রিম কোর্টের নির্দেশে তৎপর, প্রতি জেলায় মাত্র ১ কোম্পানি বাহিনী চাইল কমিশন: সূত্র

কলকাতা: পঞ্চায়েত ভোটে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে হবে বলে নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গিয়েছিল রাজ্য সরকার এবং রাজ্য নির্বাচন কমিশন। কিন্তু লাভ কিছু হয়নি। দেশের শীর্ষ আদালত কলকাতা হাইকোর্টের রায়ই বহাল রেখেছে। সুপ্রিম কোর্টে ধাক্কা খাওয়ার পর এবার তৎপরতা দেখাতে শুরু করেছে নির্বাচন কমিশন। জানা গিয়েছে, বুধবারের মধ্যে কেন্দ্রীয় বাহিনী চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রককে চিঠি লিখতে চলেছে তারা। তবে জেলা প্রতি আপাতত অনেকটাই কম বাহিনী চাওয়া হয়েছে। 

মঙ্গলবার সুপ্রিম কোর্টের বিচারপতি বিভি নাগরত্ন এবং বিচারপতি মনোজ মিশ্রের ডিভিশন বেঞ্চে ছিল পঞ্চায়েত মামলার শুনানি। সেই শুনানি থেকেই কেন্দ্রীয় বাহিনী নিয়ে নির্দেশ স্পষ্ট করে দেওয়া হয়। সূত্রের খবর, আপাতত প্রতি জেলার জন্য ১ কোম্পানি করে বাহিনী অর্থাৎ ৯০ জন জওয়ান চাইছে কমিশন। তবে ভোটের আগে সেই সংখ্যা বাড়ানো হতে পারে বলে ইঙ্গিত দেওয়া হয়েছে। এদিন আদালতের রায় প্রকাশ্যে আসতেই বৈঠকে বসেন রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহা। সেই বৈঠক থেকেই বাহিনী চাওয়ার বিষয় নিয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।