কলকাতা: ‘পশ্চিমবঙ্গ দিবস’ পালন না করতে রাজ্যপাল সিভি আনন্দ বোসকে অনুরোধ করেছিলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু সেই অনুরোধ রাখেননি তিনি। বেশ ঘটা করেই এদিন রাজভবনে পালিত হয়েছে এই দিনটি। আর এতেই যথারীতি ক্ষোভ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী। তাঁর বক্তব্য, মানুষের সঙ্গে রাজনীতির খেলা চলছে এবং তা খেলছেন রাজ্যপাল। একই সঙ্গে এই ইস্যুতে বিজেপিকেও আক্রমণ করেন তিনি। কেন হঠাৎ এই দিন পালনে এত উৎসাহী বিজেপি, তা জানতে চান মমতা বন্দ্যোপাধ্যায়।
রাজভবনে ‘পশ্চিমবঙ্গ দিবস’ পালিত হওয়ায় খুশি গেরুয়া শিবির। বিজেপির তরফে এই উদ্যোগের ব্যাপক প্রশংসা করা হয়। কিন্তু তৃণমূল কংগ্রেস বা রাজ্য সরকারের তরফ থেকে এই পদক্ষেপ নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। মঙ্গলবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, বাংলাকে অপমান করতে, অসম্মান করতেই বিজেপি এসব করছে। রাজনৈতিক হিংসা থেকে এই কাজ করে মানুষের সঙ্গে রাজনীতির খেলা চলছে। আর রাজ্যপাল নিজে এতে সামিল হচ্ছেন বলে দাবি তাঁর। পাশাপাশি মমতার বক্তব্য, বামফ্রন্ট কিংবা কংগ্রেস আমলেও কোনওদিন পশ্চিমবঙ্গ দিবস পালন করা হয়নি। আচমকা বিজেপির কী দরকার পড়ল এই দিন পালনের, তা অজানা তাঁর কাছে।
” style=”border: 0px; overflow: hidden”” title=”আষাঢ়ে কোথায় বর্ষা? | প্রাক বর্ষার বৃষ্টি শুরু কবে? | দক্ষিণবঙ্গে বর্ষা শুরু কবে? | অস্বস্তিকর গরম” width=”560″>
প্রসঙ্গত, রাজ্যপালকে ফোন করে ‘পশ্চিমবঙ্গ দিবস’ পালন না করার অনুরোধ জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি গতকাল রাতে নবান্ন থেকে রাজভবনে চিঠিও পাঠানো হয়৷ সেখানেও একই অনুরোধ করা হয়। কিন্তু কোনও আবেদনেই কর্ণপাত করেননি রাজ্যপাল সিভি আনন্দ বোস।