বিস্ফোরণে জখম ৫, জঙ্গিপুরের ঘটনায় রাজ্যের কাছে রিপোর্ট তলব শিশু সুরক্ষা কমিশনের

বিস্ফোরণে জখম ৫, জঙ্গিপুরের ঘটনায় রাজ্যের কাছে রিপোর্ট তলব শিশু সুরক্ষা কমিশনের

কলকাতা: আসন্ন পঞ্চায়েত নির্বাচনের আগে রাজ্যের একাধিক জায়গা থেকে অশান্তির খবর আসছে। এবার উত্তাপ বাড়ল জঙ্গিপুরের ঘটনা নিয়ে। মুর্শিদাবাদের জঙ্গিপুরে বোমার আঘাতে ৭ থেকে ১১ বছর বয়সী ৫ শিশু আহত হয়েছে। বর্তমানে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন তারা। এই ঘটনায় তৎপর হয়েছে জাতীয় শিশু সুরক্ষা কমিশন। তারা আগামী ২৪ ঘণ্টার মধ্যে রিপোর্ট চেয়েছে রাজ্য সরকারের থেকে। বলা হয়েছে, রাজ্যের মুখ্যসচিব হরেকৃষ্ণ দ্বিবেদীকে এই সংক্রান্ত রিপোর্ট দিতে হবে। 

গত সোমবার এই ঘটনাটি ঘটেছে ফরাক্কার উত্তর ইমাম নগরের মাঠপাড়া এলাকায়। বল ভেবে খেলতে গিয়ে বোমার আঘাতে আহত হয়েছে মুর্শিদাবাদের ওই ৫ শিশু। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলেও জানা গিয়েছে। স্থানীয়দের দাবি, খোলা মাঠে পড়ে ছিল ওই বোমাগুলি। কিন্তু খোলা জায়গায় বোমা এল কীভাবে? এই ঘটনার নেপথ্যে কারা? এই প্রশ্নের উত্তর এখনও মেলেনি। তাই স্বাভাবিকভাবেই ভোটের আগে আতঙ্ক আরও বাড়ছে এলাকাবাসীদের। এই ঘটনার প্রেক্ষিতে জাতীয় শিশু সুরক্ষা কমিশনের দাবি, স্বতঃপ্রণোদিত তদন্ত শুরু করুক রাজ্য এবং আহত শিশুদের চিকিৎসার দায়িত্ব নেওয়ার পাশাপাশি অভিযুক্তদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিক।