কলকাতা: পঞ্চায়েত নির্বাচন ঘোষণা হওয়ার পর যে যে জায়গায় অশান্তির ঘটনা ঘটেছে তার মধ্যে ভাঙড় অন্যতম। এই এলাকায় বিধায়ক নওশাদ সিদ্দিকী তৃণমূলের বিরুদ্ধে যাবতীয় অভিযোগ করেছেন। এমনকি তাঁর প্রাণ সংশয় আছে বলে দাবি করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন তিনি। পরে আদালতের নির্দেশে তিনি কেন্দ্রীয় নিরাপত্তা পেতে চলেছেন। তবে এখন তাঁর জন্য পরিস্থিতির পরিবর্তন হল। কারণ খুনের মামলা দায়ের হয়েছে নওশাদের বিরুদ্ধে।
ভাঙড়ের বিধায়ক সহ ৬৮ জনের বিরুদ্ধে খুনের মামলা রুজু করেছে দক্ষিণ ২৪ পরগনা জেলার কাশীপুর থানার পুলিশ। হাটগাছা এলাকার এক বাসিন্দার অভিযোগ, পঞ্চায়েত নির্বাচনের মনোনয়ন জমা করানোর জন্য যাওয়ার পথে তার শ্বশুরকে পিটিয়ে খুন করে কয়েকজন দুষ্কৃতী। তাঁর দাবি, এই ঘটনায় যোগ আছে, নওশাদের দল ইন্ডিয়ান সেক্যুলার ফ্রন্ট বা আইএসএফ-এর। ওই ব্যক্তি জানিয়েছেন, হাটগাছার কয়েক জন বাসিন্দাকে নিয়ে তিনি এবং তাঁর শ্বশুর ভাঙড় ২ ব্লকের দিকে যাওয়ার পথে দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হন। তাদের বাঁশ, লাঠি দিয়ে বেদম মারা হয়। পরে তাঁর শ্বশুরকে পাথর দিয়ে মাথা থেঁতলে এবং কুপিয়ে খুন করা হয়।
” style=”border: 0px; overflow: hidden”” title=”মনোনয়ন প্রত্যাহারের চাপ!নির্দল প্রার্থীর বাড়িতে সাদা থান,ফুলের মালা,মিষ্টি পাঠিয়ে হুমকি!” width=”789″>
ব্যক্তির আরও অভিযোগ, দুষ্কৃতিদের কাছে বোমা, বন্দুকও ছিল। তারা তাকেও মারতে চেয়েছিল। কিন্তু কোনও রকমে সে ওখান থেকে পালিয়ে আসে। তবে তাকে উদ্দেশ্য করে যে গুলি চালানোও হয়েছিল সে দাবিও করেছে সে। এই অভিযোগের ভিত্তিতেই নওশাদদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩০২ ধারায় খুনের মামলা রুজু হয়েছে।