পঞ্চায়েত ভোটেও সিবিআই তদন্ত! কড়া নির্দেশ বিচারপতির

পঞ্চায়েত ভোটেও সিবিআই তদন্ত! কড়া নির্দেশ বিচারপতির

high-court-ssc-case-hearing-commission-faces-question

ভোট ঘোষণা থেকে মনোনয়ন, পঞ্চায়েত দখলের লড়াইকে কেন্দ্র করে প্রথম থেকেই উত্তপ্ত বাংলা। লাগাতার অশান্তির ঘটনা ঘটছে জেলায় জেলায়। এমন আবহে বড় সিদ্ধান্ত নিল কলকাতা হাইকোর্ট। শান্তিপূর্ণ ভোট করাতে কেন্দ্রীয় বাহিনী দিয়ে পঞ্চায়েত ভোটের সিদ্ধান্ত আগেই জানিয়েছিল আদালত। বুধবার পঞ্চায়েত ভোট নিয়ে সিবিআই তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। পঞ্চায়েত ভোটে হিংসা, নথি কারচুপি নিয়ে আদালতে মামলা করেছিল বিরোধীরা। সেই মামলার শুনানিতে সিবিআই তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। বিচারপতি অমৃতা সিনহা মন্তব্য করেন, এত রক্তারক্তি, মারামারি, অশান্তি দেখার পর মনে হয় সাধারণ মানুষের নিরাপত্তার কথা ভেবে নির্বাচন বন্ধ করে দিতে হবে। এটা কি পঞ্চায়েত নির্বাচন হচ্ছে? 

পঞ্চায়েত নির্বাচনের মনোনয়ন পর্বে গোটা রাজ্যজুড়ে অশান্তির ছবি দেখা গিয়েছে। রাজনৈতিক হিংসায় একাধিক মৃত্যুর ঘটনা ঘটেছে রাজ্যে। তারপরেও ঘুম ভাঙে নি প্রশাসনের। পঞ্চায়েত ভোটের মনোনয়ন পর্ব শেষ। নিয়মমাফিক এখন প্রার্থীদের চেক লিস্ট তৈরির কাজ চলছে। কিন্তু সেখানেও গণ্ডগোল! উলুবেড়িয়ার বাহিরা গ্রাম পঞ্চায়েতে প্রার্থীদের নথি নিয়ে কারচুপির অভিযোগ উঠেছে। শেষ পর্যন্ত কলকাতা হাইকোর্টে গড়ায় মামলা। অভিযোগ, উলুবেড়িয়া-২ ব্লকে কাশ্মীরা বিবি ও অনুজা বিবি মনোনয়ন জমা দিলেও স্ক্রুটিনিতে তাঁদের ফর্ম বাতিল করে দেওয়া হয়। প্রার্থীদের অভিযোগ, তাঁরা যে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন তা বিকৃত করা হয়েছে। 

একইসঙ্গে তাঁদের বক্তব্য, বিডিওর কাছে অভিযোগ জানাতে গেলেও তা নেওয়া হয়নি। বুধবার এই মামলার প্রেক্ষিতেই সিবিআই তদন্তের নির্দেশ দেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা। আদালতের মন্তব্য- সরকারি আধিকারিকের বিরুদ্ধে নথি বিকৃতি করার অভিযোগ রয়েছে। সেই কারণে রাজ্য সরকারকে এই তদন্তের ভার দেওয়া উচিত হবে না। তদন্ত করবে সিবিআই। সিবিআইকে আগামী ৭ জুলাইয়ের মধ্যে রিপোর্ট পেশ করার নির্দেশ দিয়েছে আদালত।

অন্যদিকে, ভাঙড়ের প্রায় ১৬-১৭ জন সিপিএম প্রার্থীর নাম কমিশনের ওয়েবসাইট থেকে আচমকা উধাও হয়ে গিয়েছে বলে অভিযোগ। জানা গেছে, মনোনয়ন জমা এবং সিম্বল অ্যালটমেন্ট হয়ে যাওয়ার পরেও মঙ্গলবার থেকে ওয়েবসাইটে ঐ প্রার্থীদের নাম নেই। প্রার্থী তালিকা থেকে নাম বাদ পড়ায় আদালতের দ্বারস্থ হন ভাঙড়ের কয়েকজন সিপিএম প্রার্থী। বুধবার তাঁদের হয়ে আদালতের সওয়াল করেন সিপিএম নেতা ও আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য। তিনি আদালতে জানান- ১৯ তারিখ পর্যন্ত নাম থাকলেও ওয়েবসাইট থেকে পরে তা বাদ দেওয়া হয়েছে। যা শুনে চরম ক্ষোভ প্রকাশ করে আদালত। প্রার্থীরা যাতে নির্বাচনে লড়তে পারেন রাজ্য নির্বাচন কমিশনকে সেই নির্দেশও দেন বিচারপতি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × 5 =