কলকাতা: সমস্যা যেন কিছুতেই পিছু ছাড়ছে না৷ অশান্তিতে জেরবার রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহা। দিনভর আদালতের ভর্ৎসনার পর রাতে তাঁর জয়েনিং রিপোর্টই ফেরত পাঠিয়ে দিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস।
বুধবার রাজ্য নির্বাচন কমিশনকে নানা প্রশ্ন করার পর দ্রুত ৮০০ কোম্পানির বেশি কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দেয় কলকাতা হাই কোর্ট। তার কয়েক ঘণ্টার মধ্যেই রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহার জয়েনিং রিপোর্ট ফেরত পাঠিয়ে দেন রাজ্যপাল৷ রাজভবনের এই সিদ্ধান্তে রাজীব সিনহার নিয়োগের বৈধতা প্রশ্নের মুখে পড়ল বলে অনেকেরই অভিমত।
জানা গিয়েছে, রাজ্যপাল সিভি আনন্দ বোস নির্বাচন কমিশনার রাজীব সিনহার জয়েনিং রিপোর্ট গ্রহণ করেননি। সেটি ফেরত পাঠিয়ে দেওয়া হয়েছে। প্রথা অনুসারে রাজ্যপাল রাজ্য নির্বাচন কমিশনারকে নিয়োগের ছাড়পত্র দিয়ে থাকেম৷ এর পর সেই পদ গ্রহণ করেন কমিশনার। তবে কোথায়, কবে, কখন সেই দায়িত্ব কমিশনার গ্রহণ করেছেন সেই রিপোর্ট রাজ্যপালকে জানাতে হয়৷ রাজ্যপাল সেই নথি গ্রহণ করলে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ হয়। এক্ষেত্রে রাজ্যপাল রাজীব সিনহার জয়েনিং রিপোর্ট ফেরত পাঠানোয় কমিশনার পদে তাঁর নিয়োগ সম্পূর্ণ হল না। খুব স্বভাবতই প্রশ্ন উঠেছে, এর পরেও কি কমিশনার পদে থাকতে পারবেন রাজীব? পঞ্চায়েত ভোটেও কি তবে অনিশ্চয়তা দেখা দিল?
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>