কলকাতা: পঞ্চায়েত ভোটে কেন্দ্রীয় বাহিনী নিয়ে রায় দিয়েছে কলকাতা হাই কোর্ট৷ বুধবার সন্ধ্যায় হাই কোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ জানায়, পঞ্চায়েত ভোটের জন্য ন্যূনতম ৮২ হাজার কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করেত হবে রাজ্য নির্বাচন কমিশনকে। বিজেপি নেতৃত্বের অনুমান, উচ্চ আদালতের এই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আবেদন করতে পারে রাজ্য এবং রাজ্য নির্বাচন কমিশন। সে ক্ষেত্রে সর্বোচ্চ আদালত একপাক্ষিক ভাবে রাজ্য বা কমিশনের বক্তব্য শুনে যাতে কোনও নির্দেশ না দেয়, তাই আগেভাগেই ক্যাভিয়েট দাখিল করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ক্যাভিয়েট দাখিলের ফলে রাজ্য ও কমিশন এই বিষয়ে সুপ্রিম কোর্টে মামলা করলে বিরোধী দলনেতার বক্তব্যও শুনতে হবে আদালতকে।
পঞ্চায়েত ভোটে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা নিয়ে বুধবার ছিল বিরোধীদের মামলার শুনানি৷ কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে কমিশন হাই কোর্টের নির্দেশ পালন করেনি বলে অভিযোগ তোলা হয়৷ সেই প্রেক্ষিতেই কমিশনের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করেন বিরোধীরা। বিজেপির তরফে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং কংগ্রেসের তরফে বর্ষীয়ান নেতা আবু হাসেম খান চৌধুরী ওরফে ডালু ওই মামলা করেন। প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম এবং বিচারপতি উদয় কুমারের ডিভিশন বেঞ্চে হয় শুনানি। প্রধান বিচারপতি মামলার শুনানির শুরুতেই কমিশনকে বলেন, ‘‘আমরা বলতে বাধ্য হচ্ছি যে, এত কিছুর পরেও কমিশনের নিরপেক্ষতা নিয়ে সন্দেহ থেকেই যাচ্ছে। এটা খুবই দুর্ভাগ্যজনক৷ কমিশনারের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা হচ্ছে। আপনারা দয়া করে হাই কোর্টের নির্দেশ মেনে চলুন। চাপ সামলাতে না পারলে রাজ্যপালের কাছে গিয়ে বলুন, আর পদ ছেড়ে দিন। অন্য কাউকে তিনি ওই পদে নিয়োগ করবেন৷ এই পদের গুরুত্ব অনেক বেশি।’’
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>