আপনি কি পদত্যাগ করছেন? জবাবে কী বললেন রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহা?

আপনি কি পদত্যাগ করছেন? জবাবে কী বললেন রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহা?

 কলকাতা: রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহার জয়েনিং রিপোর্ট ফেরত পাঠিয়ে দিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস৷ তাঁর যোগদান রিপোর্ট ফেরত পাঠাতেই শুরু হয়েছে জল্পনা৷ তৈরি হয়েছে রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহার পদত্যাগের সম্ভাবনা। যদিও বৃহস্পতিবার সেই সম্ভাবনা খারিজ করে দিলেন তিনি। সংবাদমাধ্যম তাঁর কাছে জানতে চেয়েছিল, তিনি কি ‘স্টেপ ডাউন’ করছেন? কমিশনের দফতরে ঢোকার আগে প্রশ্ন শুনে এক বাক্যে রাজীব বলেন, “এমন কোনও তথ্য পাইনি।” তাঁর এই উত্তরে পদত্যাগের জল্পনায় কার্যত জল ঢেলে দিলেন রাজ্য নির্বাচন কমিশনার।

বুধবার সন্ধ্যায় রাজ্য নির্বাচন কমিশনকে নানা প্রশ্নে ঝর্জরিত করে রাজ্যে দ্রুত ৮০০ কোম্পানির বেশি কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দেয় কলকাতা হাই কোর্ট। আদালত এও জানা, দায়িত্ব পালন করতে না পারলে পদত্যাগ করুন৷ এর কয়েক ঘণ্টার মধ্যেই রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহার জয়েনিং রিপোর্ট ফেরত পাঠিয়ে দেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। রাজ্যপালের অনুমতিক্রমেই রাজীবকে কমিশনার পদে বসিয়েছিল নবান্ন। এর পর নিয়ম মেনেই রাজীবের যোগদান রিপোর্ট যায় রাজভবনে। কিন্তু সেই রিপোর্টে সই না করেই তা ফেরত পাঠিয়ে দেন আনন্দ বোস।