কলকাতা: বাংলার পঞ্চায়েত নির্বাচনে অনেকেই মনোনয়ন পত্র জমা দিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের হয়ে। সেরকমভাবেই তৃণমূল প্রার্থী হিসাবে এক ব্যক্তি মনোনয়ন পত্র জমা দিয়েছিলেন আসন্ন এই ভোটের জন্য। কিন্তু তাঁর মনোনয়ন পত্রের বৈধতা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। কিন্তু কেন? কারণ তিনি নাকি থাকেন সৌদি আরবে! সেখানে থেকে বাংলার পঞ্চায়েত নির্বাচনে প্রার্থী হয়েছেন তিনি। আর এতেই আপত্তি তুলে কলকাতা হাইকোর্টে দায়ের হয়েছে মামলা।
সৌদি আরবে বসেই রাজ্যের পঞ্চায়েত নির্বাচনের প্রার্থী হয়েছেন মইনুদ্দিন গাজি। বসিরহাটের মিনাখাঁর কুমারজোলর গ্রাম পঞ্চায়েতে তৃণমূল প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র জমা দিয়েছেন তিনি। এই প্রেক্ষিতেই কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হয়েছে এবং জরুরি ভিত্তিতে মামলার শুনানির আবেদনও করা হয়েছে। সৌদি আরবে বসে এই ব্যক্তি কী ভাবে বাংলার ভোটযুদ্ধে অংশ নিলেন, এই প্রশ্ন তুলেই আদালতে মামলা দায়ের। বিচারপতি অমৃতা সিনহার এজলাসে আজই এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে।
” style=”border: 0px; overflow: hidden”” title=”মনোনয়ন প্রত্যাহারের চাপ!নির্দল প্রার্থীর বাড়িতে সাদা থান,ফুলের মালা,মিষ্টি পাঠিয়ে হুমকি!” width=”853″>
এদিকে জানা গিয়েছে, পঞ্চায়েত নির্বাচনে সিবিআই তদন্তের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছে রাজ্য সরকার। বুধবার বিচারপতি অমৃতা সিনহা পঞ্চায়েত সংক্রান্ত এক মামলায় এই নির্দেশ দিয়েছিলেন। সেই নির্দেশের বিরোধিতা করেই পদক্ষেপ নিয়েছে রাজ্য। শুক্রবার মামলার শুনানি হওয়ার কথা৷