‘যথেষ্ট দক্ষ বাংলার পুলিশ’, পঞ্চায়েত আবহে আস্থার কথা শোনালেন মমতা

‘যথেষ্ট দক্ষ বাংলার পুলিশ’, পঞ্চায়েত আবহে আস্থার কথা শোনালেন মমতা

cm-announces-salary-hike-for-bengal-anganwadi-workers

কলকাতা: আসন্ন পঞ্চায়েত নির্বাচনে বাংলার সব জেলায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে হবে এমন নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। তবে সেই নির্দেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে গিয়েছিল নির্বাচন কমিশন এবং রাজ্য সরকার দুই পক্ষই। যদিও কলকাতা হাইকোর্টের নির্দেশই বহাল রেখেছে দেশের শীর্ষ আদালত। এই অবস্থায় দাঁড়িয়ে রাজ্যের পুলিশের ওপরই আস্থা রাখার কথা ব্যক্ত করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিরোধী জোটের বৈঠকে বৃহস্পতিবার পটনা যাওয়ার আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে নিজের মত প্রকাশ করলেন তিনি। 

এদিন মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্টভাবেই জানান, অন্য যে কোনও রাজ্যের পুলিশের থেকে বাংলার পুলিশ অনেক বেশি দক্ষ। রাজ্য পুলিশের ওপরই তাঁর ভরসা আছে। যদিও পঞ্চায়েত ভোটে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে তাঁর কোনও আপত্তি নেই। কিন্তু পুলিশের ওপর যে তিনি অগাধ ভরসা করেন এবং করছেন সেটাই পরিষ্কার করে দিলেন মমতা। আসলে রাজ্য পুলিশের ভূমিকা নিয়ে বার বার প্রশ্ন তুলেছে বিরোধীরা। তাছাড়া পঞ্চায়েত ভোট ঘোষণা হওয়ার পর থেকেই যেভাবে হিংসার ঘটনা সামনে আসছে গোটা রাজ্য থেকে, তারপর পুলিশের ভূমিকা নিয়ে আরও প্রশ্ন উঠেছিল। শেষ পর্যন্ত কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের সিদ্ধান্তই নিয়েছে আদালত।