তৃণমূল নেতা খুনে উত্তপ্ত আদ্রা, চলছে অবরোধ, গ্রেফতার কংগ্রেস প্রার্থী-সহ দুই

তৃণমূল নেতা খুনে উত্তপ্ত আদ্রা, চলছে অবরোধ, গ্রেফতার কংগ্রেস প্রার্থী-সহ দুই

48b7dd4fe1ff81b2d18d0b9da96a94c0

আদ্রা:  তৃণমূল নেতা খুনের ঘটনার উত্তপ্ত পুরুলিয়ার আদ্রা৷  তৃণমূল নেতাকে গুলি করে খুনের প্রতিবাদে অনির্দিষ্ট কালের জন্য রাস্তা অবরোধের ডাক দিলেন তৃণমূলের নেতা-কর্মীরা। শুক্রবার ভোর থেকেই আদ্রা শহরজুড়ে শুরু হয়েছে বিক্ষোভ৷ জায়গায় জায়গায় জ্বলছে টায়ার৷ তাঁদের দাবি, আততায়ীদের গ্রেফতার না করা পর্যন্ত রাস্তা অবরোধ চলবে। এরই মধ্যে বেলার দিকে জানা গেল, এই ঘটনায় দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ৷ 

গতকাল দুষ্কৃতীদের ছোড়া গুলিতে মৃত্যু হয় আদ্রার তৃণমূল কংগ্রেস সভাপতির। মৃতের নাম ধনঞ্জয় চৌবে। তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে থাকাকালীন তাঁকে নিশানা করা হয়। গুলিবিদ্ধ হন ধনঞ্জয়ের নিরাপত্তারক্ষীও৷ তাঁদের দু’‌জনকেই আশঙ্কাজনক অবস্থায় রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে ধনঞ্জয়কে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক। এই ঘটনার পর থেকেই থমথমে পুরুলিয়া৷ কার্যত বনধের চেহারা নেয় রেলশহর আদ্রা।

পুলিশ সূত্রে খবর, খুনের ঘটনার তদন্ত চলছে৷ ইতিমধ্যেই বেশ কয়েক জন সন্দেহভাজনের তালিকা তৈরি করে তাঁদের জিজ্ঞাসাবাদও করা হয়েছে। এলাকা থেকে সংগৃহীত সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখা হচ্ছে। জেলা পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘অভিযোগের ভিত্তিতে দু’জনকে গ্রেফতার করেছে আদ্রা থানা। ধৃতদের নাম আরশাদ হোসেন এবং মহম্মদ জামাল।’’ আরশাদ বেকো গ্রাম পঞ্চায়েতের কংগ্রেস প্রার্থী বলে জানা গিয়েছে৷