১২% আসনে ইতিমধ্যে জয় বিনা প্রতিদ্বন্দ্বিতায়! বলছে কমিশনের পঞ্চায়েত রিপোর্ট

১২% আসনে ইতিমধ্যে জয় বিনা প্রতিদ্বন্দ্বিতায়! বলছে কমিশনের পঞ্চায়েত রিপোর্ট

কলকাতা: ৮ জুলাই রাজ্যে পঞ্চায়েত নির্বাচন হলেও বেশ কয়েকটি আসন ভোট হবে না। কারণ সেই আসনগুলিতে ইতিমধ্যেই কেউ না কেউ জিতে গিয়েছে বিনা প্রতিদ্বন্দ্বিতায়। রাজ্য নির্বাচন কমিশন সম্প্রতি যে রিপোর্ট পেশ করেছে তাতে এমনটাই উল্লেখ করা হয়েছে। হিসেব অনুযায়ী, পঞ্চায়েতের ১২ শতাংশ আসনে কোনও না কোনও দল বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেয়ে গিয়েছে। গত বুধবার রাজ্য নির্বাচন কমিশন জানিয়ে দিয়েছিল, কোন কোন জেলার কতগুলি আসনে ভোট হবে না। ২২টি জেলার মধ্যে একমাত্র দক্ষিণ ২৪ পরগনার পরিসংখ্যান অসম্পূর্ণ ছিল। সেটাও এখন প্রকাশিত হয়েছে। 

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, রাজ্যের ত্রিস্তরীয় পঞ্চায়েতের ৭৩ হাজার ৮৮৭টি আসনের মধ্যে ৯ হাজার ১৩টি আসনে ভোট হবে না। আরও পুঙ্খানুপুঙ্খ হিসেব করে দেখা গিয়েছে, বাংলার ২২টি জেলার মোট ৬৩ হাজার ২২৯টি গ্রাম পঞ্চায়েতের আসনের মধ্যে ৮ হাজার ২টি, ৯ হাজার ৭৩০টি পঞ্চায়েত সমিতির মধ্যে ৯৯১টি এবং ৯২৮টি জেলা পরিষদের মধ্যে ১৬টি আসনে কোনও প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে না এবার। এই সব আসনে ইতিমধ্যেই কোনও না কোনও দল জিতে গিয়েছে লড়াই না করেই। তবে গত পঞ্চায়েত নির্বাচনের নিরিখে এবার এই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় অনেকটাই কম। কারণ ২০১৮ সালে ৩৪ শতাংশ আসন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছিল শুধুমাত্র তৃণমূল কংগ্রেসই।

এদিকে শুক্রবার থেকেই একাধিক জেলায় টহলদারি শুরু করে দিয়েছে কেন্দ্রীয় বাহিনী। রাজ্য নির্বাচন কমিশনের দাবি মেনে একবারে ৮০০ কোম্পানি বাহিনী না পাঠালেও ধাপে ধাপে বাহিনী পাঠাবে কেন্দ্র। সেই প্রেক্ষিতে যারা ইতিমধ্যেই এসেছেন রাজ্যে তারাই টহলদারি শুরু করে দিয়েছেন। প্রথম দফায় চাওয়া ২২ কোম্পানি বাহিনী কোন কোন জেলায় মোতায়েন হবে তা জানা গিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

13 − nine =