রাত থেকে বর্ষণ, সকালেও মুখ ভার আকাশের, সারাদিন বৃষ্টির আভাস

রাত থেকে বর্ষণ, সকালেও মুখ ভার আকাশের, সারাদিন বৃষ্টির আভাস

dff5e568efbf21edcf2f82bd364e6245

কলকাতা: রাজ্যের সব জেলাতেই যে বর্ষা ঢুকে গিয়েছে এবং শনিবার থেকে জেলায় জেলায় বৃষ্টি শুরু হবে তার আভাস আগেই দিয়েছে আবহাওয়া দফতর। সেই ইঙ্গিত কিন্তু মিলে গিয়েছে। শুক্রবার রাত থেকেই কলকাতা সহ পার্শ্ববর্তী অঞ্চলে বৃষ্টি শুরু হয়েছে। শনিবারের সকাল থেকেও আকাশের মুখ ভার। তাহলে কি সেই কাঙ্ক্ষিত বর্ষা শুরু হয়ে গেল গোটা রাজ্যে? আপাতত উত্তর হ্যাঁ। 

হাওয়া অফিসের পূর্বাভাস, এদিন মূলত আকাশ মেঘলাই থাকবে এবং প্রায় সারাদিনই বিক্ষিপ্ত বৃষ্টি চলবে শহর এবং শহরতলির বিভিন্ন অংশে। তাছাড়া কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াস হতে পারে, যা স্বাভাবিক। বিগত কয়েক সপ্তাহের তুলনায় আজ তাপমাত্রা অনেকটাই কম হওয়ার সম্ভাবনা। তাই বলাই যায়, লাগাতার প্রচণ্ড গরমের হাত থেকে আপাতত রক্ষা পাবে বঙ্গবাসী। বেশিরভাগ জায়গাতেই মাঝারি বৃষ্টির সম্ভাবনা আছে। তবে বেশ কয়েকটি জেলায় বজ্রপাত সহ বৃষ্টি হতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস। তাই ওইসব জেলায় ইতিমধ্যেই সতর্কতা জারি করা হয়েছে।