পঞ্চায়েতে এবার সিপিএম প্রার্থী শেখ হাসিনা! দেওয়াল লিখনে চমকে যাচ্ছেন সকলে

পঞ্চায়েতে এবার সিপিএম প্রার্থী শেখ হাসিনা! দেওয়াল লিখনে চমকে যাচ্ছেন সকলে

বারুইপুর: আসন্ন পঞ্চায়েত ভোটে বামেদের সংগঠন যে আগের থেকে মজবুত হয়েছে তা প্রমাণ করে দেয় এবারের তাদের প্রার্থী সংখ্যা। তবে শুধু সংখ্যাতেই তারা বাজিমাত করছে তাই নয়, প্রার্থী নির্বাচনেও তারা অন্য মাত্রা দিচ্ছে। ইতিমধ্যে জানা গিয়েছে, মাত্র তিরিশ বছর বয়সে পঞ্চায়েত ভোটে বামেদের প্রার্থী হয়েছেন ঝিলিক মুখোপাধ্যায়। এবার জানা গেল, বামেরা প্রার্থী করেছে শেখ হাসিনাকে! ব্যাপারটা কী?

বাংলাদেশের প্রধানমন্ত্রী হঠাৎ বাংলার পঞ্চায়েত নির্বাচনে প্রার্থী হতে যাবেন কেন! এ আবার কখনও হয় নাকি! এইসব কথা মনে আসাটা স্বাভাবিক। আর অবশ্যই এমন কিছুই ঘটেনি। আসলে বারুইপুরের হরিহরপুর পঞ্চায়েতে বামেদের প্রার্থী হয়েছেন শেখ হাসিনা নামের এক গৃহবধূ। সেই এলাকায় দেওয়ালে দেওয়ালে তাঁর নামেই লিখন হয়েছে। তাই আচমকা ‘বাংলাদেশের প্রধানমন্ত্রী’র নাম সিপিএমের দেওয়াল লিখনে দেখে থমকে যাচ্ছেন পথচলতি মানুষ। হরিহরপুর পঞ্চায়েতের পশ্চিম শালেপুরের ৬৮ নম্বর বুথ থেকে প্রার্থী হয়েছেন হাসিনা। এবার প্রথমবার ভোটে দাঁড়িয়েছেন তিনি। 

তবে এই শেখ হাসিনার প্রার্থী হওয়া নিয়েও উঠেছে বড় অভিযোগ। তিনি বহিরাগত বলে দাবি করেছে স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। তাদের বক্তব্য, হাসিনা আদতে থাকেন পুরসভা এলাকায়। তাঁকে পঞ্চায়েতে প্রার্থী করা হয়েছে। যদিও এসব অভিযোগে কোনও গুরুত্ব দিচ্ছেন না সিপিএম প্রার্থী। তাঁর কথায়, মানুষ সবটা বুঝে নেবে।  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *