পুলিশের ভূমিকায় সন্তুষ্ট কিনা জানতে চেয়ে পুরুলিয়ার নিহত তৃণমূল নেতার দাদাকে ফোন রাজ্যপালের

পুলিশের ভূমিকায় সন্তুষ্ট কিনা জানতে চেয়ে পুরুলিয়ার নিহত তৃণমূল নেতার দাদাকে ফোন রাজ্যপালের

কলকাতা: পুরুলিয়ার আদ্রায় নিহত তৃণমূল নেতা ধনঞ্জয় চৌবের পরিবারের সঙ্গে ফোন করে কথা বললেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। শনিবার ধনঞ্জয়ের দাদা আনন্দ চৌবেকে ফোন করেন তিনি। ধনঞ্জয়ের মৃত্যু নিয়ে বেশ কিছুক্ষণ আনন্দের সঙ্গে কথা বলেন তিনি। জানা গিয়েছে, মৃতের পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন রাজ্যপাল।

ধনঞ্জয় আদ্রা শহর তৃণমূলের সভাপতি ছিলেন। বৃহস্পতিবার সন্ধ্যায় দলীয় পার্টি অফিসের তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে থাকাকালীন তাঁকে নিশানা করা হয়। গুলিবিদ্ধ হন ধনঞ্জয়ের নিরাপত্তারক্ষী রাজ্য পুলিশের কনস্টেবল শেখর দাসও৷ তাঁদের দু’‌জনকেই আশঙ্কাজনক অবস্থায় রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে ধনঞ্জয়কে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক। এই ঘটনার পর থেকেই থমথমে পুরুলিয়া৷ কার্যত বনধের চেহারা নেয় রেলশহর আদ্রা। 

রাজভবন সূত্রের খবর, শনিবার ধনঞ্জয়ের দাদাকে ফোন করে তাঁদের পারিবারিক পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন রাজ্যপাল। বাড়িতে কে কে আছেন, পরিবারের আর কেউ রাজনীতির সঙ্গে যুক্ত কি না, তা জানতে চান৷ পাশাপাশি ঘটনার তদন্তে পুলিশের ভূমিকা নিয়েও জানতে চান তিনি। পুলিশ প্রশাসনের তরফে যথাযথ পদক্ষেপ করা হচ্ছে কি না, পুলিশেরপ আচরণে তাঁরা খুশি কিনা, ধনঞ্জয়ের দাদার কাছ থেকে তা জানতে চান রাজ্যপাল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *