পঞ্চায়েত ভোটের প্রচারে উত্তরবঙ্গ যাচ্ছেন মুখ্যমন্ত্রী, সভা কোচবিহার-জলপাইগুড়িতে

পঞ্চায়েত ভোটের প্রচারে উত্তরবঙ্গ যাচ্ছেন মুখ্যমন্ত্রী, সভা কোচবিহার-জলপাইগুড়িতে

কলকাতা:  শিয়রে পঞ্চায়েত ভোট। তার আগে উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার কোচবিহারে জনসভা করার কথা রয়েছে তাঁর। মঙ্গলবার জলপাইগুড়িতে জনসভা করবেন তিনি ৷

গত পঞ্চায়েত নির্বাচনে উত্তরের এই দুই জেলায় প্রায় নিরঙ্কুশ জয় পেয়েছিল তৃণমূল৷ কিন্তু, গত লোকসভা নির্বাচনে জলপাইগুড়ি এবং কোচবিহার— দুই লোকসভাতেই বিজেপির কাছে হারতে হয় তৃণমূলকে। বিধানসভা নির্বাচনেও রাজ্যজুড়ে যখন সবুজ ঝড়, তখন দুই জেলায় পদ্মের জয়জয়কার৷ লোকসভার ফলে এই দুই জেলার সমীকরণ নিয়ে ভাবাচ্ছে শাসক দলকে৷ তার উপর কোচবিহার এবং জলপাইগুড়িতেই সবচেয়ে বেশি ‘গোষ্ঠী কোন্দল’৷ যা চিন্তায় রাখছে শীর্ষ নেতৃত্বকে। পঞ্চায়েত ভোটের ঠিক আগে ওই দুই জেলার পৌঁছে মুখ্যমন্ত্রী দলীয় নেতাকর্মীদের উদ্দেশে ঠিক কী বার্তা দেন, সেই দিকেই নজর সকলের। 

তবে ইতিমধ্যেই কোচবিহার জেলায় তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচার চালিয়েছেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস, বাবুল সুপ্রিয়-সহ অন্য তৃণমূল নেতারা। প্রচার চলছে জলপাইগুড়িতেও৷ জেলা নেতৃত্বের তরফে জানা গিয়েছে, মাল শহর এলাকার বাইরে ডামডিম এলাকায় মঙ্গলবার জনসভা করবেন মমতা৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

7 − one =