পদত্যাগের জল্পনার আবহেই রাজভবনে গেলেন নির্বাচন কমিশনার! বৈঠক কি হল

পদত্যাগের জল্পনার আবহেই রাজভবনে গেলেন নির্বাচন কমিশনার! বৈঠক কি হল

কলকাতা: রাজ্যপাল সিভি আনন্দ বোস স্পষ্ট বলে দিয়েছিলেন যে তিনি রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহার কাজে খুশি নন। তাঁর বক্তব্য ছিল, নির্বাচন কমিশনার বাংলার মানুষকে হতাশ করেছেন। এমনকি নির্বাচন কমিশনার পদে রাজীব সিনহার জয়েনিং রিপোর্ট রাজ্যপাল ফেরত পাঠিয়েছেন। তারপর থেকেই রাজীব সিনহার পদত্যাগের বিষয় নিয়ে ব্যাপক চর্চা হচ্ছে। কিন্তু এই আবহে নিজেই রাজভবন চলে গেলেন তিনি। 

রবিবার রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহা রাজভবনে যান। রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে তিনি বৈঠক করেছেন বলে সূত্রের খবর। কয়েক দিন আগেই পঞ্চায়েত নির্বাচনে রাজ্যে অশান্তির আবহে রাজীবকে রাজভবনে তলব করেছিলেন রাজ্যপাল। কিন্তু সেই সময়ে তিনি যাননি। কাজের ব্যস্ততার কথা বলে সেই তলব রাজীব সিনহা এড়িয়েছিলেন। কিন্তু রবিবার নিজেই তিনি চলে গেলেন রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করতে। রাজ্যপাল নিজেই জানিয়েছেন, তিনি আজ নির্বাচন কমিশনারকে ডাকেননি। তিনি নিজে সময় চেয়ে নিয়ে এসেছেন। 

শেষ ক’দিন ধরে রাজ্য নির্বাচন কমিশনারের ওপর দিয়ে ব্যাপক ঝড় যাচ্ছে বৈকি। পঞ্চায়েত ভোটে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন সংক্রান্ত মামলায় কলকাতা হাইকোর্টের বিচারপতি ভীষণ অসন্তোষ প্রকাশ করেন নির্বাচন কমিশনের ওপর। বিচারপতির বক্তব্য ছিল, দায়িত্ব পালন করতে না পারলে পদত্যাগ করুন নির্বাচন কমিশনার। এর কয়েক ঘণ্টার মধ্যেই রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহার জয়েনিং রিপোর্ট ফেরত পাঠিয়ে দেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। তবে এখন পরিস্থিতির বদল ঘটছে বলে অনুমান। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

19 + nine =