‘খবর আছে, বিএসএফ ভোটের আগে ভয় দেখাবে’, কোচবিহারে বিএসএফ-কে নিশানা মমতার

‘খবর আছে, বিএসএফ ভোটের আগে ভয় দেখাবে’, কোচবিহারে বিএসএফ-কে নিশানা মমতার

ad163ba01bb503d3196f2e6164b0381c

কলকাতা:  পঞ্চায়েত ভোটের আগে উত্তরবঙ্গ সফরে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ জলপাইগুড়ি ও কোচবিহারে সভা রয়েছে তাঁর৷ সোমবার কোচবিহার দক্ষিণের চান্দামারি প্রাণনাথ হাইস্কুলের মাঠে জনসভা করেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় । সেই সভা থেকে স্বভাবসিদ্ধ ভঙ্গিতেই একযোগে বিজেপি ও কেন্দ্রীয় সরকারকে নিশানা করেন তিনি৷ তাঁর নিশানায় ছিল বিএসএফ-ও। কোচবিহারে বিএসএফের গুলিতে নিহতদের পরিবারের সদস্যরাও এদিন সভাস্থলে গিয়ে মমতার সঙ্গে দেখা যায়।

বিএসএফকে একহাত নিয়ে এদিন মমতা বলেন, ‘‘গায়ের জোরে বিএসএফের এলাকা ১৫ কিলোমিটার থেকে বাড়িয়ে ৫০ কিলোমিটার করে দেওয়া হয়েছে। এই জেলাতেও সম্প্রতি বিএসএফ গুলি করে মেরেছে। আমি কোচবিহারের বারবার আসি। কোচবিহারের মানুষকে ভালোবাসি। কোচবিহারে গুলি করে মারাটা যেন একটা অধিকার হয়ে গিয়েছে। এরা করবে দেশ শাসন।’

সীমান্তরক্ষীর বাহিনীর একাংশের বিরুদ্ধে এদিন সুর চড়ান মমতা৷ তিনি বলেন, ‘‘আমি স্থানীয় প্রশাসনকে সজাগ থাকতে বলব। আমার কাছে খবর আছে, নির্বাচনের আগে বর্ডারে বর্ডারে মানুষকে বিএসএফ ভয় দেখাবে। ইডি-সিবিআইয়ের কথা বলে তুলে নেওয়ার হুমকি দেওয়া হবে। তবে আমি আপনাদের বলছি, ওরা কিছু করতে পারবে না ওরা। আইন-শৃঙ্খলা রক্ষা রাজ্যের বিষয়, এটা কেন্দ্রীয় সরকারের আওতায় পড়ে না। ভয় দেখালে অভিযোগ করবেন, ঘরে বসে থাকবেন না। যে শহিদ পরিবার আজ কাঁদছে, তাঁর বদলা নেওয়ার জন্য তৃণমূলকে তিনটে ভোট দিতে হবে। আপনার পরিবার যাতে খালি না হয়ে যায়, সেদিকেও লক্ষ্য রাখতে হবে।’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *