পঞ্চায়েত আবহে ফের অশান্তি, সিপিএম-তৃণমূল সংঘর্ষ চলল গুলি, জখম ৪

পঞ্চায়েত আবহে ফের অশান্তি, সিপিএম-তৃণমূল সংঘর্ষ চলল গুলি, জখম ৪

মুর্শিদাবাদ: তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সফর করার কথা সেখানে। কিন্তু তার আগেই অশান্ত মুর্শিদাবাদের ডোমকল। সিপিএম এবং তৃণমূলের সংঘর্ষে গুলি চলার অভিযোগ উঠল স্থানীয় এলাকায়। এই ঘটনায় ৪ জন আহত হয়েছে বলে খবর। সকলকেই স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তৃণমূলের দাবি তাদের ৩ জন আহত এবং সিপিএম দাবি করছে ১ জন। 

জানা গিয়েছে, এলাকায় ভোটের প্রচার করা নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘাত বাঁধে। তৃণমূলের তরফে থেকে দাবি করা হয়েছে, সিপিএম যখন প্রচার করছিল তখন তাদের মিছিল থেকে গালিগালাজ করা হয়। প্রতিবাদ করায় বচসা শুরু হয়। স্থানীয়রা জানিয়েছেন, দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হলে হাতাহাতি হয় এবং পরে গুলিও চলে। তৃণমূল সিপিএমের বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ করেছে। দাবি, এতেই একাধিকজন আহত এবং ৪ জন গুলিবিদ্ধ হন। ডোমকলের জোতকানা তুলসীপুর এলাকা আপাতত এই ঘটনার প্রেক্ষিতে উত্তেজনাময়। 

পঞ্চায়েত ভোটের ঘোষণা হওয়ার পর থেকেই একাধিকবার মুর্শিদাবাদ অশান্ত হয়েছে। বোমাবাজি এবং বিস্ফোরক উদ্ধারের খবর ছাড়াও গোষ্ঠীকোন্দলের মতো ঘটনাও ঘটেছে এখানে। এক্ষেত্রেও তেমনই দাবি করছে সিপিএম। গুলি চালানোর বিষয়টি অস্বীকার করে বলা হচ্ছে, এই ঘটনা তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। যদিও সেই দাবি মানতে চায়নি শাসক শিবির। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × one =