জামিনের শর্ত শিথিল, দলের প্রচারে আপাতত বাধা নেই জিতেন্দ্রর

জামিনের শর্ত শিথিল, দলের প্রচারে আপাতত বাধা নেই জিতেন্দ্রর

কলকাতা: আসানসোলের কম্বলকাণ্ডে গ্রেফতার হয়েছিলেন বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি। তবে পরবর্তী সময়ে তিনি শর্তসাপেক্ষে জামিন পেয়েছিলেন। শর্ত ছিল তিনি আসানসোলে ঢুকতে পারবেন না। কিন্তু আসন্ন পঞ্চায়েত নির্বাচনের আবহে বিজেপি প্রচার শুরু করছে, তাই আসানসোলে জিতেন্দ্রর উপস্থিতি প্রভাব ফেলবে। এই অবস্থায় আদালতে আর্জির পর তাঁর জামিনের শর্ত শিথিল করেছে কলকাতা হাইকোর্ট। আসন্ন পঞ্চায়েত নির্বাচনের কাজে অংশ নিতে পারবেন বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি। 

কম্বলকাণ্ডে গ্রেফতার হওয়ার পর একাধিকবার জামিনের আবেদন করেছিলেন তিনি। শেষে গত এপ্রিল মাসে শর্তসাপেক্ষে জামিন পান জিতেন্দ্র তিওয়ারি। এখন পঞ্চায়েত ভোটের আবহে সেই শর্ত শিথিল করার কথা জানিয়েছে আদালত। তাই পঞ্চায়েত নির্বাচনে দলীয় কাজে পান্ডবেশ্বর যেতে জিতেন্দ্রর আর বাধা নেই। বিচারপতি চিত্তরঞ্জন দাস ও বিচারপতি পার্থ সারথি সেনের ডিভিশন বেঞ্চ জিতেন্দ্র তিওয়ারির আবেদন মঞ্জুর করেছে। জামিনের শর্ত শিথিলের আবেদন নিয়ে হাইকোর্টের দ্বারস্থ হন বিজেপি নেতা। 

গত ১৮ মার্চ নয়ডা থেকে জিতেন্দ্র তিওয়ারিকে গ্রেফতার করা হয়েছিল। প্রসঙ্গত, গত বছর ডিসেম্বর মাসে আসানসোলের ২৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা জিতেন্দ্রর স্ত্রী চৈতালির তত্ত্বাবধানে কম্বল বিতরণ অনুষ্ঠান হয়। সেখানে উপস্থিত ছিলেন বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারীও। ওই অনুষ্ঠানেই পরে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয় এবং শুভেন্দু অধিকারী বেরিয়ে যাওয়ার পরেই কয়েকজনের মৃত্যু হয়। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

20 + fourteen =