পিয়ংইয়ং: করোনা জ্বরে কাঁপছে উত্তর কোরিয়া। প্রতিদিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে সংক্রমণ। সেই সঙ্গে বাড়ছে মৃ্ত্যুর সঙ্গে। এই পরিস্থিতি দক্ষিণ কোরিয়ায় প্রথম বারের জন্য জো বাইডেন। মার্কিন প্রেসিডেন্টকে পরমাণু অস্ত্র পরীক্ষার মাধ্যমে উত্তর কোরিয়ার সর্বাধিনায়ক কিম জং উন স্বাগত জানাতে চাইছে। এই খবর প্রকাশ্যে আসার পরেই কোরীয় উপদ্বীপে চাপা উত্তেজনা সৃষ্টি হয়েছে বলে জানা গিয়েছে।
মুন জায়ে ইনের পর ১০ মে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন ইওন সুক ইওল। এরপরেই বাইডেনের দক্ষিণ কোরিয়ার সফরের খবর প্রকাশ্যে আসে। দুই রাষ্ট্র প্রধান মূলত উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র উৎপেক্ষপণ পরীক্ষার বিষয়ে আলোচনা করবেন। পাশাপাশি চিনের আগ্রাসন নিয়ে আলোচনা হবে বলে জানা গিয়েছে। এছাড়াো বাণিজ্য নীতি নিয়ে আলোচনা হবে জানা গিয়েছে। জানা গিয়েছে, মার্কিন প্রেসিডেন্টের ডিমিলিটারিজ জোনে যাওয়ার কথা রয়েছে। এটা দুই কোরিয়ার সীমান্তবর্তী অঞ্চল। এই অঞ্চলে দুই কোরিয়ার অধিকার রয়েছে বলে জানা গিয়েছে।
সিঙ্গাপুরে ২০১৭ সালে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কম জং উনের বৈঠক হয়। তৎকালীন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প ও কিম দুজনের দাবি করেছিলেন, বৈঠ সফল হয়েছিল। এরপর থেকে উত্তর কোরিয়া পরমাণু অস্ত্র পরীক্ষা বা ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ বন্ধ রাখে। কিন্তু ভিয়েতনামে ট্রাম্প ও কিমের বৈঠর ব্যর্থ হয়। নির্ধারিত সময়ের আগেই কিম বৈঠক ছেড়ে চলে যান। এমনকী নিজের দেশের উদ্দেশে রওনা দেন। এরপরে উত্তর কোরিয়া একাধিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপন করে। তবে সেই হার আগের থেকে অনেকটাই কম।
অন্যদিকে, আমেরিকার সেন্টার ফর ইন্টারন্যাশনাল স্ট্রাটেজিক জানিয়েছে, গত তিন মাস ধরে উত্তর কোরিয়ার পরমাণু গবেষণা কেন্দ্রে জোর কদমে কাজ শুরু হয়েছে। ২০১৮ সালে পরমাণু গবেষণার বেশ কয়েকটি সুড়ঙ্গ ধ্বংস করা হয়েছিল। জানা গিয়েছে, সেই সুড়ঙ্গ পুনর্নিমাণের কাজ শুরু হয়ে গিয়েছে।