মমতার কপ্টার বিভ্রাটে ‘শিক্ষা’, রাজ্যপালের উড়ান করা হল বাতিল

মমতার কপ্টার বিভ্রাটে ‘শিক্ষা’, রাজ্যপালের উড়ান করা হল বাতিল

শিলিগুড়ি: একই সময়ে উত্তরবঙ্গ সফরে গিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী এবং রাজ্যপাল। তবে সেখান থেকে ফেরার পর কপ্টার বিভ্রাটের সম্মুখীন হতে হয় মমতা বন্দ্যোপাধ্যায়কে। মাঝ আকাশে ঝড়-বৃষ্টির মুখে পরে জরুরি অবতরণ করতে হয় তাঁর হেলিকপ্টারকে। এতে চোট লেগেছে মুখ্যমন্ত্রীর কোমরে এবং পায়ে। এই ঘটনার পর আজ রাজ্যপাল সিভি আনন্দ বোসকে নিয়ে আকাশে উড়ল না তাঁর হেলিকপ্টার। মমতার ঘটনা থেকে শিক্ষা নেওয়া হল। কারণ আজও পাহাড়ের আবহাওয়া ভালো ছিল না। 

বুধবার সকাল থেকেই বৃষ্টি চলছে উত্তরবঙ্গের জেলাগুলিতে। এই আবহাওয়ার মধ্যেই কোচবিহার যাওয়ার কথা ছিল রাজ্যের রাজ্যপাল সিভি আনন্দ বোসের। কিন্তু গতকালের ঘটনার কথা মাথায় রেখেই আজ তাঁকে নিয়ে আকাশে ওড়েনি কপ্টার। ঠিক ছিল, শিলিগুড়ি গেস্ট হাউস থেকে বাগডোগরা বিমানবন্দরে যাবেন রাজ্যপাল। সেখান থেকে হেলিকপ্টারে করে কোচবিহার আসবেন, উঠবেন সার্কিট হাউসে। কিন্তু কোচবিহার সফর বাতিল করা হয়েছে। কোচবিহারের সার্কিট হাউসে ওঠার পর রাজ্যপাল দিনহাটায় যেতে পারেন বলেও অনুমান করা হয়েছিল। কিন্তু অবশেষে সেই সফরই হয়নি। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে উপাচার্যদের সঙ্গে বৈঠকের পরে শিলিগুড়ি গেস্ট হাউসে ফিরে গিয়েছেন রাজ্যপাল। 

এদিকে শোনা গিয়েছে, রাজ্যপালের কোচবিহার বিমানবন্দর থেকে হেলিকপ্টারে বহরমপুর যাওয়ার কথা ছিল। কিন্তু খারাপ আবহাওয়ার কারণে যেতে পারেননি তিনি। পরে অবশ্য শিলিগুড়ি থেকে মুর্শিদাবাদ যেতে পারেন। সেক্ষেত্রে আবার দার্জিলিং ফিরবেন তিনি। কিন্তু আবহাওয়া যদি এমন থাকে, তাহলে মুর্শিদাবাদ সফরও বাতিল হবে তাঁর। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

sixteen + seven =