কলকাতা: হেলিকপ্টার দুর্যোগে পড়ে পা এবং কোমরে চোট পেয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতায় ফেরার পর এসএসকেএম হাসপাতালে তিনি চিকিৎসা করাতে যান। তাঁকে ভর্তি হওয়ার পরামর্শ দেওয়া হলেও তিনি হননি। বাড়ি থেকেই চিকিৎসা করাচ্ছেন মুখ্যমন্ত্রী। পরিস্থিতি এমন যে বৃহস্পতিবার সকালে ইদের নমাজে উপস্থিত থাকতে পারেননি মমতা। তবে কেমন আছেন তিনি? এই বিষয়ে মুখ্যমন্ত্রী নিজেই জানিয়েছেন টুইট করে।
চিকিৎসকরা তাঁর হাঁটুতে জল জমার চিহ্ন পেয়েছেন। ওদিকে কপ্টার বিভ্রাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাঁ হাঁটুর লিগামেন্ট এবং বাঁ দিকের হিপ জয়েন্টের লিগামেন্টে চোট লেগেছে। তবে মমতা নিজে জানিয়েছেন, ঈশ্বরের আশীর্বাদে এবং মেডিক্যাল টিমের দিনরাতের পরিশ্রমে তিনি আপাতত ভালোই আছেন। বাড়িতেই তাঁর ফিজিওথেরাপি চলছে। একই সঙ্গে মুখ্যমন্ত্রী এও জানিয়েছেন, সকলের যে তাঁর সুস্থতা কামনায় প্রার্থনা করছেন তা দেখে তিনি আপ্লুত।
আপাতত জানা গিয়েছে, মুখ্যমন্ত্রীকে হাঁটাচলা নিয়ন্ত্রণ করতে বলেছেন চিকিৎসকরা এবং নি-ক্যাপ দেওয়া হয়েছে তাঁকে। এছাড়া আগামী ১৫ দিন টানা বিশ্রামের পরামর্শও দেওয়া হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়কে। হাঁটুতে জল জমার লক্ষণ থাকায় এই বিশ্রাম ভীষণ জরুরি। ১৫ দিন পর তাঁর শারীরিক উন্নতি কতটা হয়, সেটা দেখেই পরবর্তী চিকিৎসা করা হবে। উল্লেখ্য, মঙ্গলবার জলপাইগুড়ির মালবাজারে সভা শেষ করার পর মমতা বন্দ্যোপাধ্যায় বাগডোগরা পৌঁছে হেলিকপ্টারে ওঠেন কলকাতা ফেরার জন্য। তবে আকাশে ওঠার কিছুক্ষণের মধ্যেই প্রবল বৃষ্টি শুরু হয়। দুর্যোগে পড়ে কপ্টারকে সেবক এয়ারবেসে নামানো হয়।